ETV Bharat / state

Maoist in Purulia : পুরুলিয়ায় চাকরি পেল 19 প্রাক্তন মাওবাদী, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

author img

By

Published : Aug 4, 2021, 1:18 PM IST

19 জন প্রাক্তন মাওবাদীর চাকরি
19 জন প্রাক্তন মাওবাদীর চাকরি

পুরুলিয়াতে 19 জনকে স্পেশাল হোম গার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন ৷ দিন দু'য়েক আগে পুরুলিয়ার প্রাক্তন মাওবাদী যারা সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আবেদন করেন এরকম 19 জনকে হোম গার্ড পদে নিয়োগ পত্র তুলে দিয়েছে রাজ্য সরকার ৷ নেতাজি ইনডোর থেকে "খেলা হবে" প্রকল্পে ভার্চুয়ালি এই নিয়োগ পত্র তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ৷ এই চাকরি দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বিভিন্ন মিম, কার্টুন ৷

পুরুলিয়া, 4 অগস্ট : 2011 সালে রাজ্যে পালাবদলের পরই মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর কাজ শুরু করে রাজ্য সরকার ৷ প্রাক্তন মাওবাদী বা যারা মাওবাদীদের লিঙ্ক ম্যান হিসেবে কাজ করে তাদের হোম গার্ড হিসেবে নিয়োগ করা হয়েছে পূর্বেও ৷ এবার ফের পুরুলিয়াতে 19 জনকে স্পেশাল হোম গার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন ৷

দিন দু'য়েক আগে পুরুলিয়ার প্রাক্তন মাওবাদী যারা সমাজের মূল স্রোতে ফিরতে চেয়ে আবেদন করেন এরকম 19 জনকে হোম গার্ড পদে নিয়োগ পত্র তুলে দিয়েছে রাজ্য সরকার ৷ নেতাজি ইনডোর থেকে খেলা হবে প্রকল্পে ভার্চুয়ালি এই নিয়োগ পত্র তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন জেলা শাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে 15 জন পুরুষ ও 4 জন মহিলা যারা পূর্বে মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল তাদের এই নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইনডোর থেকে "খেলা হবে" এর সূচনার মাধ্যমে ভার্চুয়ালি এই 19 জনকে নিয়োগপত্র দেন ৷ একসময় যারা মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল তারা মূল স্রোতে ফিরতে চেয়ে আবেদন করে ৷ তা খতিয়ে দেখার পর এদের এই নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : purulia village : নাম ভূল, বানানও ভুল ! পুরুলিয়ার এই গ্রামের নাম 'ভূল'

এবার এই নিয়োগের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মিম ও কার্টুন , কোথাও মুন্না ভাই বলেছেন ওয়েস্ট বেঙ্গল মে 'নওকরি কে লিয়ে মাওবাদী হোনা জরুরি হে ক্যায়া ? আর তখনই সারা হল ফেটে পড়ছে হাসিতে!' কোথাও আবার কার্টুন চরিত্র বলছে 'এটা পশ্চিমবঙ্গ এখানে পড়াশুনার দরকার নেই ৷ এখানে মানুষ খুনের কোটায় চাকরি পায় ৷' কোথাও আবার ফেসবুকে লেখা, 'মাওরা চাকরি পাচ্ছে , আমজনতা ভাতা, শিক্ষিতরা তৈরি করুক মাওবাদের রাস্তা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.