ETV Bharat / state

পরপর কন্যাসন্তান, যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ

author img

By

Published : Jun 20, 2020, 10:11 PM IST

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আগুনে পুড়ে মৃত্যু যুবতির । তাঁর পরিবারের তরফে শ্বশুড় বাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে ।

patashpur
patashpur

পটাশপুর, 20 জুন : পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আগুনে পুড়ে গতকাল মৃত্যু যুবতির । যদিও 25 বছর বয়সি রঞ্জিতা আড়িকে কেরোসিন ঢেলে খুন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার । পরপর দুইবার কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্যই তাঁর রঞ্জিতার উপর এই নৃশংসতা । ঘটনায় শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পটাশপুর থানার মাংলো মোড় এলাকার বাসিন্দা ছিলেন রঞ্জিতা । স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জিতা পরপর দুইটি কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রায় ঘরে অশান্তি লেগেই থাকত । 10 জুন রঞ্জিতার স্বামী মলয় আড়ি বাড়িতে ছিলেন না । সেইসময় পরিবারের সদস্যরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় । তাঁর স্বামী ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন । দ্রুত আহত রঞ্জিতাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান । ততক্ষণে শরীরের বেশিরভাগ অংশই জ্বলে গিয়েছে রঞ্জিতার ।

শারীরিক অবস্থার অবনতি হতে ওই রাতেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভরতি করেন মলয় । এরপর রঞ্জিতার পরিবারের সদস্যদের খবর দেন । ঘটনার খবর পেয়ে রঞ্জিতার দাদা রাজা ঘোড়াই হাসপাতালে আসেন । পরের দিন পটাশপুর থানায় লিখিত অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ রঞ্জিতার শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করে । দীর্ঘ নয় দিন লড়াইয়ের পর গতকাল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় রঞ্জিতার ।


রঞ্জিতার দাদা রাজা ঘোড়াই বলেন, “সাত বছর আগে বোনকে বিয়ে দেওয়া হয়েছিল । বিয়ের তিন বছর পর একটি কন্যাসন্তানের জন্ম হয় । আবার দুই বছর পর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয় । এরপর থেকেই শ্বশুর বাড়িতে হামেশাই অশান্তি লেগে থাকত । 10 জুন আমার বোনকে তাঁর শ্বশুর বাড়ির সদস্যরা গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে । কিন্তু আমার জামাই মলয় ঘটনার খবর পেয়ে আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেন । কিন্তু শেষ পর্যন্ত বোনকে বাঁচানো গেল না । 11 জুন পটাশপুর থানায় শ্বশুরসহ মোট ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।”


এই বিষয়ে পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল বলেন, “ 11 জুন রঞ্জিতার দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে । এবং বাকি চারজন পলাতক । তাদের তল্লাশি শুরু করেছে পুলিশ । এখন রঞ্জিতার শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আর বেশকিছু বলা যাবে না।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.