ETV Bharat / state

Dilip Ghosh on Khejuri incident : এগিয়ে বাংলায় বোমা বাঁধার কুটিরশিল্প সফল ভাবে চলছে, কটাক্ষ দিলীপের

author img

By

Published : Jan 5, 2022, 7:27 AM IST

Updated : Jan 5, 2022, 8:41 AM IST

Dilip Ghosh at Egra
এগরায় বিজেপি নেতা দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় এলে বোমাবাজি বেশি হয় ৷ তৃণমূল কংগ্রেস লোককে ভয় দেখিয়ে ভোট পেতে এসব করে, আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (West Bengal has turned into a Bomb Factory, says Dilip Ghosh) ৷

এগরা, 5 জানুয়ারি : "সারা পশ্চিমবঙ্গে বোমার কারখানা ৷ এটাই একমাত্র ক্ষুদ্র কুটিরশিল্প, যেটা সফল ভাবে পশ্চিমবঙ্গে চলছে", বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ খেজুরিতে বোমা ফাটার ঘটনায় মারা গিয়েছে 3 জন ৷ আর জখম 1 ৷ এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা এ কথা বলেন ৷ তিনি বলেন, শুধু খেজুরি নয়, সারা পশ্চিম বাংলায় বোমা ফাটছে, ওরা বোমাবাজি দিয়েই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে (West Bengal has turned into a Bomb Factory, says Dilip Ghosh) ।

আসন্ন পৌরভোট এবং তারপর পঞ্চায়েত নির্বাচন ৷ তাই নতুন করে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের এগরা পৌনিগমের 1 নম্বর ওয়ার্ডের কশবা এগরায় ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার কেন্দ্রের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । এদিন উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনিক সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক অসীম মিশ্র সহ অন্য নেতারা ।

রাজ্যের বাইরে থেকে এখানে দুষ্কৃতীরা আসছে আর বোমা, বন্দুকের কারখানা গড়ে উঠছে ৷ রাজ্যে নির্বাচন এলে বোমাবাজির ঘটনা একটু বেশি হয় ৷ লোককে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য এ ধরনের ঘটনা একটু বেড়ে যায়, অভিযোগ বিজেপি নেতার ৷ তিনি বলেন, "রাজ্যে পৌর নির্বাচন আসছে, বোমা বন্দুকের আওয়াজ বাড়ছে ৷"

মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষ

আরও পড়ুন : COVID surge in Bengal : করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, অনির্দিষ্টকালের জন্য বাতিল বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক

রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করেছে সরকার ৷ এর তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, "কোনও পদক্ষেপ করা হচ্ছে না ৷ মুখ্যমন্ত্রীর মাথায় হঠাৎ কিছু এলে, তা বলে দিচ্ছেন ৷" তাঁর প্রশ্ন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ট্রেন চলবে ৷ সব অফিস খোলা রয়েছে ৷ এরপর লোকগুলো বাড়ি ফিরবে কী করে ? এর ফলে ভিড়, ধাক্কাধাক্কি আর গোলমাল হচ্ছে জানিয়ে তিনি বলেন, "বিশেষজ্ঞ দল গঠন করা হোক ৷ তাঁরা ভাবনাচিন্তা করে যে পরামর্শ দেবেন, সেটা মানা হোক ৷ রাজনৈতিক সিদ্ধান্ত হলে তার পরিণাম সব জায়গায় উল্টোপাল্টা হবে ৷"

রাজ্যে কড়া করোনা বিধিনিষেধ চালু হয়েছে ৷ এর মধ্যে খোলা পানশালা ৷ এই পদক্ষেপ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা এ ব্যাপারে খুব সৌখিন ৷ তাঁদের ভিডিয়ো, ছবি আসছে ৷ সে সব আমরা দেখতে পাচ্ছি ৷" রাজস্ব আদায়ের জন্য পাঠশালা বন্ধ রেখে পানশালা চালু রাখার অভিনব ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "সব সময়েই রাজ্য সরকারের পানশালার আগ্রহ একটু বেশি ৷" পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এখান থেকে বোঝা যাচ্ছে, কটাক্ষ দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : Shantanu Thakur meeting : ঠাকুরবাড়িতে শেষ রুদ্ধদ্বার বৈঠক, শান্তনুর কাছে কয়েকদফা দাবি মতুয়া বিধায়কদের

ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে তদন্ত করছে মানবাধিকার কমিশন, সিবিআই ৷ কিন্তু সিট দাবি করছে অধিকাংশ অভিযোগই মিথ্যে ৷ এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এর আগে তদন্ত বা এফআইআর হত না ৷ অন্তত তদন্ত তো হোক ৷" তাঁর যুক্তি, সিবিআই এসে খুনের ঘটনার এফআইআর নিচ্ছে ৷ বিষয়টি আদালতে বিচারাধীন ৷ তাই তদন্তে সত্য সামনে আসুক, আস্থা রাখছেন দিলীপ ঘোষ ৷

বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপির হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ এই ঘটনাকে তেমন একটা গুরুত্ব দিতে রাজি নন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ৷ তিনি উল্টে প্রশ্ন করেন, "আপনারা জানেন, আমাদের দলে কত লোক প্রতিদিন হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়ে আর ধরে ?"

Last Updated :Jan 5, 2022, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.