COVID surge in Bengal : করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, অনির্দিষ্টকালের জন্য বাতিল বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক

author img

By

Published : Jan 4, 2022, 5:52 PM IST

West Bengal Legislative Assembly

রাজ্যে সংক্রমণ বাড়ছে ৷ করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বাতিল হল বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক (WB Assembly Standing Committee meeting canceled) ৷

কলকাতা, 4 জানুয়ারি : রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা ঊর্ধ্বমুখী ৷ এই অবস্থায় চিন্তিত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি । বিধানসভার তরফ থেকে এদিন জানানো হয়েছে, ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক স্থগিত করা হল (WB Assembly Standing Committee meeting canceled) । একইসঙ্গে এই সময় বিধায়কদের বিভিন্ন শিক্ষামূলক ট্যুর সম্পন্ন হয় । বিধানসভার সূত্র থেকে জানা গিয়েছে, করোনা আবহে শিক্ষামূলক ভ্রমণগুলিও আপাতত বন্ধ রাখা হচ্ছে ।

এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক । প্রতিদিন নিয়ম করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই অবস্থায় রাজ্য সরকার বেশ কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে । সঙ্গে জেলায় জেলায় ফেরত এসেছে কনটেইনমেন্ট জোন । এই অবস্থায় সতর্ক হচ্ছে বিধানসভাও । গত দু'টি ঢেউয়ে বিধানসভার কর্মী এবং বিধায়কদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে প্রয়াতও হয়েছেন অনেকেই ৷ এমতাবস্তায় নতুন করে আর ঝুঁকি নিতে চাইছেন না অধ্যক্ষ । বরং বিধানসভার কর্মী এবং বিধায়কদের সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত এই কমিটির বৈঠকগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখছেন তিনি ।

অন্যদিকে আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা । ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠানও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী 21 জানুয়ারি মহাজাতি সদনে এই নিয়ে একটি বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল । মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান মহাজাতি সদনে হওয়ার কথা ছিল ৷ তবে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় ইতিমধ্যেই রাজ্য সরকার আংশিক লকডাউনের পথে হেঁটেছে ৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সমাপ্তি অনুষ্ঠান বাতিল করা হচ্ছে ৷"

আরও পড়ুন : Containment Zone in Kolkata : উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা পরিস্থিতি, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.