ETV Bharat / state

Nandiram TMC Protest : গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নন্দীগ্রামে বিক্ষোভের মুখে দোলা

author img

By

Published : Apr 14, 2022, 10:49 PM IST

Updated : Apr 14, 2022, 11:05 PM IST

যদিও দলের অন্দরে গোষ্ঠী কোন্দল বা বিক্ষোভের কথা মানতে চাননি দোলা সেন (TMC Leader Dola Sen) ৷

Nandiram TMC Protest
গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নন্দীগ্রামে বিক্ষোভের মুখে দোলা

নন্দীগ্রাম, 14 এপ্রিল : সাংগঠনিক বৈঠক করতে এসে গোষ্ঠী কোন্দলের জেরে নন্দীগ্রামে বিক্ষোভের (Nandiram TMC Protest) মুখে পড়তে হল দলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ ৷ যদিও বিক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন দোলা সেন ৷ এদিন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসেন দোলা সেন ৷

জানা গিয়েছে, এদিনের সভায় তৃণমূল নেতা শেখ সুফিয়ান ডাক পেলেও আরেক তৃণমূল নেতা আবু তাহেরকে ডাকা হয়নি ৷ এই অভিযোগেই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আবু তাহেরের অনুগামীরা । বিক্ষোভ চলাকালীন দোলা সেনের গাড়ি সেখানে এসে পৌঁছলে তাঁর গাড়ির সামনেই বিক্ষোভ প্রদর্শন শুরু হয় ৷ পরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন দোলা ৷

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নন্দীগ্রামে বিক্ষোভের মুখে দোলা

আরও পড়ুন : নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী দল

যদিও বিক্ষোভের কথা মানতে চাননি দোলা সেন ৷ তিনি বলেন, "দলের সাংগঠিক বৈঠক করতে এসেছি, এবিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলব না ৷ কোনও বিক্ষোভ হয়নি ৷" নন্দীগ্রেম 1 ব্লকের তৃণমূল সহ-সভাপতি আবু তাহেরের মুখেও একই কথা শোনা গিয়েছে ৷ তিনি বলেন ,"আমরা খবর পেলাম নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের সাংগঠনিক মিটিং করতে আসছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরা । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গত বিধানসভা নির্বাচনে বিজেপির ঝাণ্ডা ধরে হারিয়ে ছিলেন । তারাই আজকে এই মিটিংয়ে রয়েছেন । তাই আমরা দোলা দিকে বিষয়টি জানিয়েছি । এখানে বিক্ষোভের কোনও প্রশ্ন নেই আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি । এটা দলের অভ্যন্তরীণ বিষয় আমরা কারও বিরুদ্ধে কোনও বিক্ষোভ করিনি ।"

Last Updated :Apr 14, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.