ETV Bharat / state

Suvendu Adhikari: কাঁথিতে শুভেন্দুর প্রতিবাদ সভার দিনে চর্চায় ‘তৃতীয় ডেডলাইন’

author img

By

Published : Dec 21, 2022, 12:31 PM IST

Updated : Dec 21, 2022, 5:04 PM IST

আজ কাঁথির রেলমাঠে প্রতিবাদ সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার আগে সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব (Suvendu Adhikari Contai Protest Rally Preparation) ৷

Suvendu Adhikari Contai Protest Rally Preparation ETV BHARAT
শুভেন্দু অধিকারীর জনসভার প্রস্তুতি

কাঁথিতে শুভেন্দুর প্রতিবাদ সভার প্রস্তুতি

কাঁথি, 21 ডিসেম্বর: আজ কাঁথিতে প্রতিবাদ সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কাঁথি রেলস্টেশনের মাঠে (Suvendu Adhikari Contai Protest Rally Preparation) ৷ এই জনসভা উপলক্ষ্যে কাঁথির সর্বত্র প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি নেতৃত্ব ৷ মাইকের মাধ্যমে এবং বাড়ি বাড়ি গিয়ে জনসভায় উপস্থিত হতে বলা হচ্ছে কাঁথি-সহ পূর্ব মেদিনীপুরের অন্যান্য ব্লকের বাসিন্দাদের ৷ প্রসঙ্গত, রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরুপাচার কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারির ঘটনায় শাসকদলের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ৷

পাশাপাশি, সম্প্রতি রাজ্যে বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা প্রাপকদের তালিকাতেও বিস্তর গলদ সামনে এসেছে ৷ মূলত তৃণমূলের পঞ্চায়েত প্রাধন ও উপপ্রধানদের আত্মীয়দের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Aawas Yojna)-র তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কেন্দ্রের নির্দেশে প্রতিটি জেলায় জেলাশাসকের দফতর থেকে সমীক্ষা করা হচ্ছে ৷ ওই সমীক্ষায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে ৷ আর সেই সমীক্ষাতেই বিস্তর গলদ উঠে আসছে বলে অভিযোগ ৷

এমনকী ব্লক ডেভলপমেন্ট অফিস থেকে আইসিডিএস কর্মীদের দিয়ে এই সমীক্ষা করানো হচ্ছে ৷ আর সমীক্ষার কাজে গিয়ে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ ৷ বিভিন্ন জেলায় তৃণমূলের তরফে সমীক্ষা কারচুপি করার জন্য আইসিডিএস কর্মীদের চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷ ফল স্বরূপ বারাসতে এক আইসিডিএস কর্মী আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে ৷ এমন একাধিক ইস্যুকে সামনে রেখে আজ কাঁথির প্রতিবাদ সভায় ভাষণ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: 'আজ একুশে' ! কাঁথির জনসভা নিয়ে শুভেন্দুকে খোঁচা কুণালের

প্রসঙ্গত, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনটি ডেডলাইন দিয়েছিলেন ৷ আজ 21 ডিসেম্বর তৃতীয় তথা শেষ ডেডলাইন (Third Dateline by Suvendu Adhikari) ৷ শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আজ কী ঘটবে ? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল ৷ আর সেই ডেটলাইনের সঙ্গে আজকের কাঁথির জনসভার কোনও সম্পর্ক রয়েছে কিনা, সেদিকেও তাকিয়ে সকলে ৷ এদিনের জনসভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি, জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকেও লোকজন হাজির হয়েছে কাঁথিতে ৷ এদিন শুভেন্দুর এই প্রতিবাদ সভার প্রস্তুতি খতিয়ে দেখেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত-সহ অন্যান্য শীর্ষ নেতারা ৷

Last Updated : Dec 21, 2022, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.