ETV Bharat / state

Kunal Ghosh Tweets: 'আজ একুশে' ! কাঁথির জনসভা নিয়ে শুভেন্দুকে খোঁচা কুণালের

author img

By

Published : Dec 21, 2022, 10:06 AM IST

14 ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রাণ গিয়েছে 3 জনের ৷ তৃণমূলের প্রতিনিধি দল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছে ৷ কিন্তু খোদ শুভেন্দু যাননি বলে টুইট করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh taka a jibe at Suvendu Adhikari) ৷

Kunal Ghosh
ETV Bharat

কলকাতা, 21 ডিসেম্বর: সকাল সকাল টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ আজ 21 ডিসেম্বর ৷ শুভেন্দু অধিকারী যে তিনটি তারিখ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার শেষ ডেডলাইন আজ ৷ গতকাল রাতেই কুণাল সাবধানতার বার্তা দিয়ে জানিয়েছিলেন, বুধবার যেন সবাই ঠাকুরের নাম নিয়ে বাড়ি থেকে বের হন ৷ আজ সকালে টুইট করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবারও একহাত নিলেন তিনি ৷ মঙ্গলবার শাহী বৈঠকে যোগ দিতে রাজধানী গিয়েছিলেন বিরোধী দলনেতা ৷ আজ কাঁথিতে জনসভা রয়েছে শুভেন্দুর (Kunal Ghosh taka a jibe at Suvendu Adhikari over Asansol Stampede Incident) ৷

এদিকে 14 ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক শিশু-সহ তিন জন ৷ এই মর্মান্তিক ঘটনার পর শুভেন্দু দাবি করেছিলেন, তিনি চলে আসার পরই দুর্ঘটনা হয় ৷ এর জন্য তিনি দুঃখপ্রকাশও করেছিলেন ৷ পাশাপাশি পুলিশি অব্যবস্থার দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন ৷ কিন্তু মৃতদের পরিবারের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার কোনও খবর সামনে আসেনি ৷

  • আসানসোলে অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল।
    কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে।
    কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো না কেন?
    অমানুষ। অমানবিক। সস্তা রাজনীতির কারবারি।
    কেন প্রশ্ন উঠছে না?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) December 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ লেখেন, "আসানসোলে অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল ৷ কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে ৷ কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো না কেন? অমানুষ। অমানবিক। সস্তা রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?"

আরও পড়ুন: আসানসোল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, দেখা করবে পদপিষ্ট-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.