ETV Bharat / state

Soumendu Adhikari: 10 ঘণ্টা 10 মিনিট ! ম্যারাথনে জেরা শেষে সৌমেন্দু জানালেন, 'সোমবার আবার আসতে হবে'

author img

By

Published : Oct 7, 2022, 10:50 PM IST

Etv Bharat
Etv Bharat

ঠিক 10 ঘণ্টা 10 মিনিট ধরে জেরা করা হয়েছে কাঁথির দু’বারের পৌরপ্রধানকে (Soumendu Adhikari ) ৷ মূলত কাঁথি থানায় (Kanthi Police Station ) একাধিক দুর্নীতির মামলা নিয়ে সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ।

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 7 অক্টোবর: শুক্রবার ঠিক সকাল দশটায় কাঁথি থানায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই । থানা থেকে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari ) যখন বেরলেন, তখন ঘড়ি বলছে ঠিক 10 ঘণ্টা 10 মিনিট ধরে জেরা করা হয়েছে কাঁথির দু’বারের পৌরপ্রধানকে (Kanthi Police Station ) ৷

জিজ্ঞাসাবাদ শেষ করে বেরোনোর পর অধিকারী পরিবারের ছোট ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আদালতের নির্দেশে এখানে এসেছিলাম । যতটা তদন্তে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব ততটাই করেছি । বাকি লড়াইটা আইনি পথেই হবে । আবার আমাকে আগামী সোমবার ডাকা হয়েছে, অবশ্যই আসব । আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তা 2021-এর জানুয়ারি মাসের পর থেকেই । কী কারণে হয়েছে সেটা সবাই জানে ৷ জনগণ এর উত্তর দেবে ।"

এদিন মূলত কাঁথি থানায় একাধিক দুর্নীতির মামলা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ (Soumendu Adhikari faces 10 hours of interrogation) । এদিন সঙ্গে ছিলেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ও আইনজীবী অনির্বাণ চক্রবর্তী । কাঁথি পৌরসভার (Contai Municipality) পৌরপ্রধান ছিলেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু ৷ সেই সময় একাধিক দুর্নীতি হয় বলে অভিযোগ (Contai Municipality Scam) ৷ যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে, কাঁথি পৌরসভার রাঙামাটি শ্মশানের স্টল বণ্টন নিয়ে দুর্নীতি । সারদা বিল্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি । কাঁথি পৌরসভার ত্রিপল চুরি ৷ এই সব দুর্নীতিতে সৌমেন্দু জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে এদিন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

একাধিক দুর্নীতির মামলায় সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানায়

এই নিয়ে সাম্প্রতিক সময় রাজনীতির ময়দানে অনেক জলঘোলা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বারবার নিশানা করেছে কাঁথির অধিকারী পরিবারকে ৷ অন্যদিকে আদালতের চৌহদ্দিতেও এই অভিযোগের জল গড়িয়েছে ৷ সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের (Supreme Court)দ্বারস্থ হন এই নিয়ে । শীর্ষ আদালত সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে । তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে ।

তারপর কলকাতা হাইকোর্টও (Calcutta High Court) সুপ্রিম কোর্টের রায় বহাল রেখেছে ৷ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করা যাবে সৌমেন্দুকে কিন্তু গ্রেফতার করা যাবে না । তবে তাঁকে তদন্তে সহযোগিতা করার কথা বলেছিল আদালত ৷ গত 29 সেপ্টেম্বর এই নিয়ে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি সেদিন নির্দেশে জানিয়েছিলেন, দশমীর পরে তদন্তকারী অফিসাররা তাঁকে ডাকতে পারবেন ৷

গত বুধবার ছিল বিজয়া দশমী ৷ মনে করা হচ্ছে, তার পরই আদালতের নির্দেশ মেনে কাঁথি থানায় তদন্তকারীরা সৌমেন্দুকে ডেকে পাঠিয়েছেন ৷ আর আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করার জন্য কাঁথি থানায় উপস্থিত হয়েছিলেন সৌমেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.