ETV Bharat / state

বৃদ্ধের গায়ে কেরোসিন ঢেলে আগুন, খুনের অভিযোগে আটক ছেলে

author img

By

Published : Oct 20, 2019, 5:32 PM IST

Updated : Oct 20, 2019, 10:31 PM IST

বৃদ্ধের গায়ে কেরোসিন ঢেলে আগুন

সম্পত্তি নিয়ে বিবাদ জেরে বাবাকে খুন করল যুবক ৷ গতরাতে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

মহিষাদল, 20 অক্টোবর : পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালির বাসিন্দা হরিপদ মল্লিক ৷ তাঁর দুই ছেলে নারায়ণ ও মঙ্গলদেব ৷ অভিযোগ, বড় ছেলে নারায়ণ দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ নিয়ে অশান্তি করছিল । নারায়ণ স্ত্রী-সন্তান নিয়ে পাশের গ্রাম গোপালচকে থাকে ৷

অভিযোগ, সম্পত্তির ভাগ না পেয়ে বাবাকে খুন করার চক্রান্ত করে নারায়ণ ৷ শনিবার রাত সাড়ে 10 টা নাগাদ নিজের বাড়িতে জানালা খুলে ঘুমোচ্ছিলেন হরিপদবাবু ৷ সে সময় জানালা দিয়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ আগুন দেখে ছুটে আসে ছোটো ছেলে মঙ্গলদেব ৷ চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি ৷ কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে হরিপদবাবুর (75) ৷

মঙ্গলদেবের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে নারায়ণ ও স্ত্রী তনুশ্রীকে আটক করে মহিষাদল থানার পুলিশ ৷ মৃতের ভাইপো সুনীলকুমার মল্লিক বলেন, "পুলিশ নারায়ণ ও তাঁর স্ত্রীকে থানায় নিয়ে গেছে ৷ দীর্ঘদিন ধরে নারায়ণের সঙ্গে কাকাবাবুর সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ৷ আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিক ৷"

প্রতিবেশী রূপক প্রামাণিক বলেন, "দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বড় ছেলের সঙ্গে তার বাবার গন্ডগোল চলছিল ৷ রাতে ছোটো ছেলের কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে হরিপদবাবুর অগ্নিদগ্ধ দেহ দেখতে পাই ৷ পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ আমাদের ধারণা, সম্পত্তির কারণেই ছেলে খুন করেছে ৷"

দেখুন ভিডিয়ো

হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জি বলেন, "স্থানীয়দের তরফে খবর পেয়ে রাত একটা নাগাদ হরিপদবাবুর দেহ উদ্ধার করা হয় ৷ সকালে ছোটো ছেলের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে, সম্পত্তিগত বিবাদের জেরেই খুন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

Intro:মহিষাদল,২০ অক্টোবর: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গেঁওখালিতে শনিবার রাতে ছেলের হাতে খুন হল বাবা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে মহিষাদল থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বড় ছেলে ও তার স্ত্রীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হরিপদ মল্লিকের(৭৫)।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপদ বাবুর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল বড় ছেলে নারায়ন মল্লিক এর সঙ্গে। এর জেরে বাবা হরিপদ এবং ছেলে নারায়ণ দীর্ঘদিন ধরেই পৃথক জায়গায় বসবাস করতেন। বাবা হরিপদ মল্লিক বাস্তুভিটে বেতকুন্ডু গ্রামে ছোট ছেলের সাথে বসবাস করতেন অপরদিকে ছেলে নারায়ন পাশের গ্রাম গোপালচকে স্ত্রী তনুশ্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল নারায়ণের। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাবা হরিপদ মান্না নিজের বাড়িতে জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ এমন সময় বড় ছেলে নারায়ন মল্লিক জানালা দিয়ে বাবার গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় । কিছুক্ষণের মধ্যেই আগুনের ঘটনা নজরে আসে ছোট ছেলের। তিনি ফোন করে প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয় বাসিন্দারা হরিপদবাবুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিপদবাবুর। মহিষাদল থানায় খবর দেওয়া হলে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থান থেকে হরিপদ বাবুর মৃতদেহ উদ্ধার করে। ছোট ছেলে মঙ্গলদেব মল্লিকের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে নারায়ন মল্লিক ও তার স্ত্রী তনুশ্রী মল্লিককে আটক করে মহিষাদল থানার পুলিশ।
Conclusion:এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রূপক প্রামাণিক প্রামাণিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সম্পত্তি জন্য বড় ছেলের সাথে বাবার গন্ডগোল চলছিল। রাতে ছোট ছেলের কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিপদো বাবুর অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আমাদের ধারণা সম্পত্তির কারণেই ছেলে তার বাবাকে খুন করেছে।

মৃতের ভাইপো সুনীল কুমার মল্লিক জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনায় বড় ছেলে ও তার স্ত্রীকে থানায় নিয়ে এসেছেন । দীর্ঘদিন ধরে বড় ছেলের সাথে কাকাবাবুর সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিক।

এ বিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জী জানিয়েছেন, স্থানীয়দের তরফে খবর পেয়ে রাত একটা নাগাদ হরিপদো বাবুর দেহ উদ্ধার করা হয়। সকাল নাগাদ ছোটো ছেলের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পত্তিগত বিবাদের জেরে এই খুন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
Last Updated :Oct 20, 2019, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.