ETV Bharat / state

Cooperative Election: পূর্ব মেদিনীপুরে দুই সমবায় সমিতির নির্বাচনে শাসক-বিরোধীর ফল 1-1

author img

By

Published : Dec 4, 2022, 10:52 PM IST

Updated : Dec 4, 2022, 11:09 PM IST

রবিবার নির্বাচন ছিল পূর্ব মেদিনীপুরের খারুইগঠরা সমবায় সমিতি ও জগৎপুর শীতলা সমবায় সমিতির ৷ খারুইগঠরা সমবায় সমিতি জিতেছে তৃণমূল ৷ অন্যদিকে, শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি ও বাম জোট (Purba Medinipur Cooperative Elections result) ৷

ETV Bharat
Cooperative Election

তমলুক, 4 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলায় দুই সমবায় নির্বাচনে রাজ্যের শাসক ও বিরোধী দলের পক্ষে ফল 1-1 ৷ রবিবার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয় তমলুক থানার খারুইগঠরা সমবায় সমিতি ও মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় সমিতির ৷ এই দুই নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এলাকায় (Purba Medinipur Cooperative Elections result) ৷

এই দুই সমবায় সমিতি নির্বাচনে বাম-বিজেপি জোট একটি সমবায় সমিতি দখল করেছে ৷ এদিন তমলুক খারুইগঠরা সমবায় সমিতির 43টি আসনের মধ্যে 39টি পেয়েছে তৃণমূল । বাকি 4টি আসনে সিপিএম-বিজেপি জোট জিতেছে । অপরদিকে, মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 62টি আসনের মধ্যে 52টি পেয়েছে বাম-বিজেপি জোট । বাকি 11টি সিট পেয়েছে তৃণমূল (Cooperative Elections in Purba Medinipur) ।

আরও পড়ুন: রাজ্য সরকার অচ্ছুতের মতো ব্যবহার করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

পূর্ব মেদিনীপুরে দুই সমবায় সমিতির নির্বাচনে শাসক-বিরোধীর ফল 1-1

পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর জেলায় একটি সমবায় সমিতিতে হার তৃণমূলের কাছে মাথাব্যথার কারণ হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে ৷ তবে এই জয়কে সাধারণ মানুষের জয় ও সমিতির সদস্যদের রায় বলে দাবি করেছেন জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির জয়ী জোট প্রার্থী প্রশান্ত চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, খারুইগঠরা সমবায় সমিতির নির্বাচনে তাদের জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচির পক্ষে জয় ও রাম-বামের জোটের পরাজয় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা অপূর্ব বর্মন ৷

Last Updated :Dec 4, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.