ETV Bharat / state

Protest for Road Construction: রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Nov 7, 2022, 6:38 PM IST

Protest burning tyres demanding road construction in Purba Medinipur
Protest burning tyres demanding road construction in Purba Medinipur

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা (Protest for Road Construction) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় ৷

রামনগর, 7 নভেম্বর: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা (Bad Road Condition) ৷ এবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নামল স্থানীয় বাসিন্দারা ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তারা ৷

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় ৷ ঠিকরা মোড় থেকে দেউলিহাট যাওয়ার রাজ্য সড়কের বেহাল অবস্থা ৷ তাই তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (Protest burning tyres demanding road construction)। যার জেরে পথ চলতি মানুষদের হায়রানিতে পড়তে হয় ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকরা মোড় থেকে দেউলিহাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার বেহাল দশা । অনেক সময় পেরিয়ে গেলেও রাস্তা মেরামতের কাজ করেনি প্রশাসন । এমনকী রাস্তার পাশে নিকাশিরও ব্যবস্থা করা হয়নি। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোন কাজ না-হওয়ায় এদিন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করে । তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামত করার আশ্বাস না-পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ ও বিক্ষোভ চলবে ।

যদিও এই বিষয়ে রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, "প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা সারানো সম্ভব হয়নি । বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে । আজ বিকেলে বিডিও অফিসে বসে সমস্যার সমাধান করা হবে ।" যদিও এক বিক্ষোভকারী বলেন, "দীর্ঘ 22 বছর ধরে এই রাস্তা হয়েছে কিন্তু কোন সারানোর কাজ হয়নি । যার ফলে এই রাস্তায় আমার এক আত্মীয় গাড়ির নিচে পড়ে মারা যান। আমরা চাই অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু হোক । যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন চলবে ।"

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

আরও পড়ুন: শ্মশান দুর্নীতি! অধিকারী পরিবার-ঘনিষ্ঠ রাম পণ্ডার পুলিশি হেফাজত

বিক্ষোভকারী টোটো চালক বলেন, "রাস্তার বেহাল দশার জন্য প্যাসেঞ্জারদের নিয়ে যেতে খুবই অসুবিধা হয় । এমনকী বর্ষা হলেই রাস্তার উপর এক হাঁটু জল দাঁড়িয়ে পড়ে । যার ফলে অনেক সময় টোটো বা অটো রাস্তার উপর উল্টে যায় । বেশ কয়েকজন মানুষও আহত হয়েছেন । আমরা চাই অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.