ETV Bharat / state

Mamata on Panchayat Polls: টিকিট না পেয়ে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না, তৃণমূল নেতাদের বার্তা মমতার

author img

By

Published : Apr 4, 2023, 5:01 PM IST

Updated : Apr 5, 2023, 12:04 AM IST

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, টিকিট না পেয়ে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না ৷

Mamata on Panchayat Polls
Mamata on Panchayat Polls

তৃণমূল নেতাদের বার্তা মমতার

দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দলের নেতা-কর্মীদের তৃণমূলেরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে না লড়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ৷ ওই কর্মী সম্মেলনের মঞ্চ থেকেই এই নির্দেশ দিয়েছেন মমতা ৷

এদিন মমতা স্পষ্ট করে দিয়েছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে সৎ মানুষদের প্রার্থী করা হবে ৷ যাঁরা তাঁদেরই এবার টিকিট দেবে তৃণমূল ৷ এর পরই তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে গোঁজ প্রার্থীর বিষয়ে হুঁশিয়ারি দেন৷ বলেন, ‘‘টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়াবেন না ৷’’ একই সঙ্গে তৃণমূল নেত্রীর আশ্বাস, দল ওই কর্মীদের পাশে থাকবে ৷

বাংলায় পঞ্চায়েত নির্বাচন আর মাস দেড়েকের মধ্য়েই হওয়ার কথা ৷ 2018 সালের মে মাসের মাঝামাঝি পঞ্চায়েত ভোট হয়েছিল ৷ সেই হিসেবে মাস দুয়েকের মধ্যেই অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পথে ৷ ফলে ওই সময়ের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি ৷

তবে তার আগেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অনেক নেতাই এখন দুর্নীতির অভিযোগে বিদ্ধ ৷ স্থানীয়স্তরেও অনেক নেতাই অভিযুক্ত দুর্নীতিতে ৷ এই পরিস্থিতিতে তৃণমূল দুর্নীতিগ্রস্তদের নিয়ে নয়, সৎ মানুষকে পঞ্চায়েতে লড়বে, সেই বার্তাই এদিন দিঘার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৷

প্রসঙ্গত, পঞ্চায়েত হোক বা পৌরসভা, মমতার জমানায় যে ভোটই হয়েছে, সেই ভোটেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৷ দলের প্রার্থী হতে না পেরেই অনেক তৃণমূল নেতাই বিভিন্ন ভোটে গোঁজ প্রার্থী হয়েছেন ৷ যা আদতে তৃণমূলের ভাবমূর্তিতে আঘাত হেনেছে ৷ সেই অতীতের কথা মাথায় রেখেই মমতা এদিন দলের নেতাদের বার্তা দিয়েছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ যাতে টিকিট না পেয়ে তৃণমূলের একাংশ আবার নির্দল হয়ে ভোটে লড়তে নেমে না পড়ে ৷

আরও পড়ুন: রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার

Last Updated : Apr 5, 2023, 12:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.