ETV Bharat / state

Mamata on Ram Navami Rally: পাঁচদিন পরও কেন রামনবমীর শোভাযাত্রা, প্রশ্ন তুললেন মমতা

author img

By

Published : Apr 3, 2023, 7:41 PM IST

Mamata on Ram Navami Rally
Mamata on Ram Navami Rally

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সোমবার সরকারি সভায় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভা থেকে তিনি রামনবমীর শোভাযাত্রার সময়সীমা নিয়ে প্রশ্ন তোলেন ৷

খেজুরি (পূর্ব মেদিনীপুর), 3 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রার সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই প্রশ্ন তোলেন ৷ জানতে চান, ‘‘কেন পাঁচদিন ধরে রামনবমীর শোভাযাত্রা হবে ?’’ একই সঙ্গে তিনি রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র কেন নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্নও তোলেন ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ ওই দিন সন্ধ্যায় হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল হয় ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিবপুর যখন ধীরে ধীরে শান্ত হচ্ছিল, সেই সময় রবিবার হুগলির রিষড়ায় ফের গোলমাল ছড়ায় ৷ এবারও রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই গোলমাল হয় ৷ বৃহস্পতিবার রামনবমী হয়ে যাওয়ার পর কেন রবিবার মিছিল হল, মুখ্যমন্ত্রী এদিন খেজুরির ঠাকুরনগর প্রাঙ্গণ থেকে প্রশ্ন তুলেছেন ৷

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘পাঁচদিন পর কেন রামনবমীর মিছিল আয়োজন করা হল ? আপনারা ওই দিন অনেক শোভাযাত্রার আয়োজন করতে পারেন ৷ আমরা কোনও আপত্তি করব না ৷’’ এর পরই তিনি অস্ত্রের প্রসঙ্গ তোলেন ৷ জানতে চান, ‘‘কেন আপনারা অস্ত্র নিয়ে মিছিলে গিয়েছিলেন ৷’’ হাওড়ার ঘটনার পর অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগ করা হয় তৃণমূলের তরফে ৷ যদিও সেই অভিযোগ বিজেপি উড়িয়ে দিয়েছে ৷ ওই মিছিল রামনবমীর ছিল না বলেই গেরুয়া শিবিরের দাবি ৷ তবে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, রিষড়াতেও অস্ত্র নিয়ে মিছিল হয়েছে ৷ পাশাপাশি তাঁর অভিযোগ বিজেপি বিভিন্ন জায়গায় গোলমাল পাকাতে চাইছে ৷

মমতা আরও জানান, এই সব অশান্তির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ গাড়ি পোড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ৷ উল্লেখ্য, হাওড়ার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 45 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.