ETV Bharat / state

Calcutta High Court: শুভেন্দু-ঘনিষ্ঠ চঞ্চলের বিরুদ্ধে তদন্ত চলবে, জানাল হাইকোর্ট

author img

By

Published : Oct 26, 2021, 5:25 PM IST

investigation-against-suvendu-adhikaris-aid-chanchal-nandy-in-tarpaulin-stealing-case-to-continue
শুভেন্দু-ঘনিষ্ঠের বিরুদ্ধে তদন্ত চলবে

শুধু ত্রিপল চুরি নয়, মোটা টাকার বিনিময়ে সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, প্রাক্তন ব্যক্তিগত দেহরক্ষীর আত্মহত্যা-সহ আরও একাধিক মামলা চলছে শুভেন্দুর বিরুদ্ধে । তবে তাঁর অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি ।

কলকাতা, 26 অক্টোবর: গ্রেফতার করা না গেলেও, তদন্ত চলবেই । শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকে নিয়ে মঙ্গলবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট । আমফানের সময় ত্রিপল চুরি-সহ চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে চঞ্চলের বিরুদ্ধে । যদিও তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি চঞ্চলের ।

মামলার তদন্ত স্থগিত রাখার আর্জি নিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন চঞ্চল । কিন্তু মঙ্গলবার তাঁর সেই আবেদন খারিজ করেন দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । বিচাপতি সাফ জানিয়েছেন, মামলার তদন্ত যেমন চলছে, তেমনই চলবে । আদালত কোনওরকম স্থগিতাদেশ দেবে না ।

আরও পড়ুন: Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে হিমবাহ থেকে আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ গাইড

আমফানের পরবর্তী সময়ে কাঁথি পৌরসভার ত্রাণসামগ্রী থেকে ত্রিপুল চুরির অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক শুভেন্দু এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । পরে তদন্তে চঞ্চলের নামও উঠে আসে । তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে আদালতের দ্বারস্থ হন তিনজনই ।

তাঁদের আর্জিতে সাড়া দিয়ে পুজোর ছুটি শেষ হওয়ার পর থেকে ছয় সপ্তাহ পর্যন্ত মামলার তদন্তের উপর স্থগিতাদেশ দেন বিচারপতি কৌশক চন্দ । কিন্তু নিজের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ করতে আদালতে পৃথক আবেদন জানিয়েছিলেন চঞ্চল । সেই মামলা বিচারপতি রাজশেখর মন্থের ডিভিশন বেঞ্চে রয়েছে ।

আরও পড়ুন: Mamata Banerjee : কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে

এর আগে, বিচারপতি মন্থই জানিয়েছিলেন চঞ্চলকে গ্রেফতার করা যাবে না । এর পর তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখতে ফের আদালতে আবেদন জানান চঞ্চল । কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্ত চালানো যাবে না, এদিন তা মানতে রাজি হননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

তবে এই একই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে পুজোর আগেই স্থগিতাদেশ দিয়েছে আদালত । শুধু ত্রিপল চুরি নয়, মোটা টাকার বিনিময়ে সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, প্রাক্তন ব্যক্তিগত দেহরক্ষীর আত্মহত্যা-সহ আরও একাধিক মামলা চলছে শুভেন্দুর বিরুদ্ধে । তবে তাঁর অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি । যাবতীয় মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন শুভেন্দু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.