ETV Bharat / city

Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে হিমবাহ থেকে আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ গাইড

author img

By

Published : Oct 26, 2021, 2:03 PM IST

Updated : Oct 26, 2021, 2:43 PM IST

উৎসবের আবহে ট্রেকিংয়ে গিয়ে বিপত্তি । প্রাকৃতিক দুর্যোগের কবলে এখনও পর্যন্ত 76 জন প্রাণ হারিয়েছেন উত্তরাখণ্ডে । পড়শি রাজ্য হিমাচল প্রদেশেও বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে ।

bodies-of-5-more-west-bengal-trekkers-recovered-from-uttarakhands-sundardhunga-glacier
আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার

বাগেশ্বর, 26 অক্টোবর : উত্তরাখণ্ডে বাংলার আরও 5 অভিযাত্রীর দেহ উদ্ধার হল । মঙ্গলবার কপকোট ব্লকের সুন্দরঢুঙ্গা হিমবাহ থেকে ওই 5 জনের দেহ উদ্ধার হয় । মৃতদের চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস, সাগর দে, প্রীতম রায় এবং সাধন বসাক বলে শনাক্ত করা গিয়েছে । ট্রেকিংয়ে বেরিয়ে 20 অক্টোবর নিখোঁজ হয়ে যান ওই 5 জন । তার পর থেকে তাঁদের খোঁজ চলছিল । আবহাওয়া প্রতিকূল হওয়ায় মাঝখানে উদ্ধারকাজ ব্যাহত হয় । তবে মঙ্গলবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহগুলি উদ্ধার করে ।

ওই 5 অভিযাত্রীর সঙ্গে খিলাফ সিং দানু নামের স্থানীয় এক গাইডও ছিলেন। 5 কিলোমিটার রেঞ্জের ওয়াকি টকির মাধ্যমে 20 অক্টোবর সন্ধ্যায় শেষ বার সমতলে যোগাযোগ করেন তিনি । তার পর থেকে তাঁর কোনও হদিশ নেই । এ দিন অভিযাত্রীদের দেহ উদ্ধার হলেও, দানুর খোঁজ পাননি উদ্ধারকারীরা ।

আরও পড়ুন: Gariahat Double Murder : ক্রাইম থ্রিলার দেখে ট্রেনিং, এখনও পলাতক অভিযুক্ত ভিকি হালদার

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 16 অক্টোবর পর্যটক দানুর সঙ্গে ওই 5 অভিযাত্রী ট্রেকিংয়ে বেরোন । জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে ছিলেন আরও 4 জন । কিন্তু 20 অক্টোবর আচমকা আবহাওয়া বিগড়োলে, তুষারধসের মধ্যে পড়েন তাঁরা । তাতে ওই 4 জন গুরুতর আহত হন । কোনও রকমে প্রাণ বাঁচিয়ে সমতলে এসে পোঁছন তাঁরা । ঘটে যাওয়া বিপর্যয়ের কথা স্থানীয়দের জানান।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বরফে চাপা পড়েই মৃত্যু হয়েছে ওই 5 বাঙালি পর্যটকের । হেলিকপ্টারে চাপিয়ে তাঁদের দেহ কপকোটে নিয়ে আসা হয় । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । উত্তরাখণ্ড সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে পশ্চিমবঙ্গ সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য থেকে যাওয়া অভিযাত্রীদের দেহ ফেরানোর দায়িত্ব নিয়েছে নবান্ন ।

আরও পড়ুন: West Bengal By-Poll : আসন ধরে রাখার লড়াই তৃণমূলের, গোসাবায় মাটি কামড়ে লাল-গেরুয়াও

এর আগে, সোমবার সকালেই কলকাতায় ফেরানো হয়েছে রাজ্যের 5 অভিযাত্রীর দেহ । উৎসবের আবহে ছুটি উপভোগ করতে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন তাঁরা । কিন্তু লাগাতার বৃষ্টির ফলে উত্তরাখণ্ডে দুর্যোগ নেমে এলে, তার বলি হন অভিযাত্রীরাও । সব মিলিয়ে এখনও পর্যন্ত 76 জনের মৃত্যু হয়েছে সেখানে । পড়শি রাজ্য হিমাচল প্রদেশেও বেশ কয়েক জনের দেহ উদ্ধার হয়েছে । এখনও নিখোঁজ 14 জন । সবমিলিয়ে মৃত্যুসংখ্যা 100-য় পৌঁছে যাবে বলে আশঙ্কা করছে প্রশাসন ।

Last Updated : Oct 26, 2021, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.