ETV Bharat / state

Governor CV Ananda Bose: মানুষের একফোঁটাও রক্ত ঝরলে দায় কমিশনের, কড়াবার্তা রাজ্যপালের

author img

By

Published : Jun 22, 2023, 6:02 PM IST

Updated : Jun 22, 2023, 11:06 PM IST

বৃহস্পতিবার হলদিয়া রিফাইনারি পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ তেল সংশোধনাগারের কর্মকর্তারা । সেখানেই রাজ্য নির্বাচন কমিশনকে কড়াবার্তা দেন ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

মানুষের একফোঁটাও রক্ত ঝরলে দায় কমিশনের, কড়াবার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের

হলদিয়া, 22 জুন: রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহার জয়েনিং রিপোর্ট বুধবারই ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তার পর বৃহস্পতিবার কমিশনারকে আরও কড়াবার্তা দিলেন রাজ্যপাল ৷ তাঁর কথায়, ‘‘মানুষের একফোঁটাও যদি রক্ত ঝরে, তাহলে তার দায় কমিশনকে নিতে হবে ।’’ এ দিন পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে এই বার্তা দেন রাজ্যপাল ৷

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি । সকাল থেকেই এই নিয়ে জল্পনা চলছিল যে তবে কি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়ে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হল ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অবশ্য জানিয়েছেন, ইমপিচমেন্ট ছাড়া নির্বাচন কমিশনারকে সরানো সম্ভব নয় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার 15 মিনিটের মধ্যেই মুখ খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই বক্তব্যে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থার কথাই শোনান তিনি । একই সঙ্গে তিনি জানিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় মানুষ ক্ষুব্ধ । এক্ষেত্রে প্রতি বিন্দু রক্তের দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে ।

আরও পড়ুন: রাজীবার জয়েনিং রিপোর্ট ফেরালেন রাজ্যপাল ! ভোটের মুখে কমিশনে সাংবিধানিক সংকট

তিনি বলেন, ‘‘রাজ্য মন্ত্রিসভা ওঁর নাম নির্বাচন কমিশনার হিসাবে সুপারিশ করেছিল । আমি রাজ্য নির্বাচন কমিশনারকে এই বিশ্বাসে নিয়োগ দিয়েছিলাম যে তিনি অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালন করবেন । মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন । কিন্তু আমি লক্ষ্য করেছি, কমিশনের নিষ্ক্রিয়তার জন্য মানুষ খুশি নয় । আমি লক্ষ্য করেছি যে ধরনের হিংসার ঘটনা ঘটছে তাতে মানুষ আতঙ্কিত ।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্যে হিংসার ঘটনা তো ঘটেছেই । এই হিংসাকে উপেক্ষা করা যায় না । সাধারণ মানুষের জীবনরক্ষা করা তো আমাদের দায়িত্ব । কমিশনেরও দায়িত্ব । যাতে তিনি এই দায়িত্ব পালন করতে পারেন, তার জন্য তাঁকে ক্ষমতা দেওয়া আছে । তিনি পুলিশ ও প্রশাসনকে পরিচালিত করতে পারেন ।’’

Governor CV Ananda Bose
বৃহস্পতিবার হলদিয়া রিফাইনারি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যপাল বলেন, ‘‘বাংলার মানুষ চাই নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করুক । কমিশন হোক নিরপেক্ষ । নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে । নির্বাচন কমিশনারকে থাকতে হবে সন্দেহের ঊর্ধ্বে । মানুষের একফোঁটাও যদি রক্ত ঝরে তাহলে তার দায় কমিশনকে নিতে হবে । কোনও কিছুর জন্যই মানুষের রক্ত নিয়ে দরাদরি চলতে পারে না । শান্তি প্রতিষ্ঠা করতেই হবে । মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে । এটা কোনও প্রতিশ্রুতি নয়, এটা প্রতিষ্ঠিত করতেই হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলার মানুষ আমার উপর ভরসা করে । আমি বাংলার মানুষকে ভালোবাসি । যেকোনও মূল্যেই হোক অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই হবে । অশান্তিকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে ।’’

আরও পড়ুন: ইমপিচমেন্ট ছাড়া কমিশনারকে সরানো যাবে না, পটনা উড়ে যাওয়ার আগে স্পষ্ট বার্তা মমতার

Last Updated : Jun 22, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.