ETV Bharat / state

Partisan Crowd at JP Nadda's Rally: নিজের গড়েই অনুপস্থিত শুভেন্দু, জে পি নাড্ডার জনসভায় কার্যত ফাঁকা মাঠ !

author img

By

Published : Feb 13, 2023, 12:49 PM IST

Updated : Feb 14, 2023, 10:51 AM IST

Empty Ground at JP Nadda's Rally ETV BHARAT
Empty Ground at JP Nadda's Rally ETV BHARAT

শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মাত্র কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার জনসভা (Empty Ground at JP Nadda's Rally) ৷ আর সেই নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে ৷

জেপি নাড্ডার জনসভায় কম ভিড় হওয়া নিয়ে কটাক্ষ অখিল গিরির

রামনগর, 13 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ৷ আর সেখান রবিবার বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডার জনসভা হল কার্যত ফাঁকা মাঠে ৷ মেরে কেটে কয়েক হাজার বিজেপির কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়েছিলেন রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের জনসভায় ৷ আর এনিয়ে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি ৷ উল্লেখ্য, বিরোধী দলনেতার গড়ে বিজেপি সভাপতির জমসভায় খোদ শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না (Absence of Suvendu Adhikari in East Midnapore) ৷ বরং সেই সময় তিনি ছিলেন ত্রিপুরায় ৷ সেখানে বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন তিনি ৷

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে বাদ দিলে রাজ্যে বিজেপির সংগঠন বলে কী কিছুই নেই ? বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল এলাকায় ৷ কারণ, সাম্প্রতিককালে শুভেন্দু নন্দীগ্রাম এবং জঙ্গলমহলের যতগুলি জনসভা করেছেন, তার প্রায় সবক’টিতে মানুষের ভিড় উপটে পড়েছিল ৷ সেখানে জে পি নাড্ডার সভায় হাতে গোনা কয়েক হাজার মানুষ ! যা ফের একবার রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিল ৷ অন্তত পঞ্চায়েত নির্বাচনের আগে তো বটেই ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে জে পি নাড্ডার এটি রাজ্যে দ্বিতীয়বার আসা ৷ এদিনের জনসভা থেকে তৃণমূলকে 'তোলাবাজ মাফিয়া কোরাপশন' বলে আক্রমণ করেন নাড্ডা ৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি ৷ কিন্তু, সেই বক্তব্য শোনার জন্য তেমন ভিড়ই ছিল না রামনগরের জনসভায় ৷ উল্লেখ্য, এদিনের জনসভায় উপস্থিত ছিলেম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তবে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রামনগরের বিধায়ক স্বদেশ নায়ক কেও দেখা যায়নি জে পি নাড্ডার সভায় ৷

এখানেও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ শুভেন্দু অধিকারীকে নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় প্রচারে পাঠিয়েছে ৷ কিন্তু, যে বিধানসভা এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জনসভা করছেন, সেখানকার দলীয় বিধায়ক সভায় অনুপস্থিত থাকবেন কেন ! যা চোখে লেগেছে সকলের ৷ এনিয়ে স্বদেশ নায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: তোলাবাজি-মাফিয়া-কোরাপশন, তৃণমূলের নতুন নামকরণ জেপি নাড্ডার

তবে, শুভেন্দুর অভাব ঢাকার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ উচ্চমাধ্যমিকের আগেই কলেজে ভরতির প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিলি গিরিকে নিশানা করেন তিনি ৷ অভিযোগ করেন, অখিল গিরির ছেলে কলেজগুলিতে চিরকুট পাঠাচ্ছেন ৷ এমনকী রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রসঙ্গও টেনে আনেন ৷

পাল্টা বিজেপিকে কটাক্ষও করেছেন মন্ত্রী অখিল গিরি ৷ কলেজে ভরতির দুর্নীতির অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দেন তিনি ৷ আর রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের বিষয়টির জন্য তিনি আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বলে জানান ৷ এমনকী মুখ্যমন্ত্রীর তৃণমূলের তরফে ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেন ৷ তবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর-সহ সমগ্র রাজ্যে বিজেপিকে মানুষ গ্রহণ করবে না বলে তাঁরা দাবি ৷ আর তার প্রমাণ এদিনের জনসভায় উপস্থিত মাত্র কয়েক হাজার মানুষের ভিড় বলে জানান অখিল গিরি ৷

Last Updated :Feb 14, 2023, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.