ETV Bharat / state

Dilip Ghosh at Kanthi : শিশির অধিকারীর কার্যালয়ে বিধায়কদের নিয়ে বৈঠক দিলীপের !

author img

By

Published : May 13, 2022, 2:02 PM IST

Updated : May 13, 2022, 3:54 PM IST

Dilip Ghosh at Kanthi News
শিশির অধিকারীর কার্যালয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক দিলীপ ঘোষের

শুক্রবার সকালে কাঁথি মহকুমা আদালতে পুরনো একটি মামলার সাক্ষ্য দিতে এসে কাঁথির তৃণমূল সাংসদের কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (Dilip Ghosh held a meeting with BJP MLAs at Sisir Adhikari's MP office) ৷ শিশির অধিকারীর কার্যালয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকের জন্যা মহকুমা আদালত থেকে পায়ে হেঁটেই সেখানে পৌঁছন দিলীপ ঘোষ ৷

কাঁথি, 13 মে : শিশির অধিকারীর সাংসদ কার্যালয়ে দিলীপ ঘোষ ৷ শুক্রবার সকালে কাঁথি মহকুমা আদালতে পুরনো একটি মামলার সাক্ষ্য দিতে এসে কাঁথির তৃণমূল সাংসদের কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (Dilip Ghosh held a meeting with BJP MLAs at Sisir Adhikari's MP office) ৷ শিশির অধিকারীর কার্যালয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকের জন্যা মহকুমা আদালত থেকে পায়ে হেঁটেই সেখানে পৌঁছন দিলীপ ঘোষ ৷ কিন্তু কাঁথির তৃণমূল সাংসদের খুল্লামখুল্লা এই ইঙ্গিত কী বার্তা বয়ে আনে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল ৷

সম্প্রতি রাজ্য সরকারের উলটো সুর চড়িয়ে শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া এলাকা উন্নয়নের টাকা রাজ্যের তরফে খরচ করা হচ্ছে না পূর্ব মেদিনীপুরে ৷ উল্লেখ্য, 2020 শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের যে দূরত্ব, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী তারই ফলশ্রুতি ৷ ইতিমধ্যেই শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছে তৃণমূল । কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷

শিশির-দিলীপের বৈঠক নিয়ে সুপ্রকাশ গিরির প্রতিক্রিয়া

আরও পড়ুন : ‘পড়েছি, দেখিনি- এখন সৌভাগ্য হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা সুকান্তের

শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সুরই তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি এবং পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রকাশ গিরির গলায় ৷ তিনি বলেন, "আমরা শুরু থেকেই বলে এসেছি শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে জিতলেও তিনি বিজেপি সাংসদ হিসেবে কাজ করছেন। এর জন্য আমরা লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি ।

Last Updated :May 13, 2022, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.