ETV Bharat / state

Avalanche in Sikkim: তুষারধসে সিকিমে মৃত্যু দিঘার যুবকের

author img

By

Published : Apr 5, 2023, 8:02 PM IST

ETV Bharat
মৃত যুবক

প্রবল তুষারপাতে বিধ্বস্ত প্রতিবেশী রাজ্য সিকিম ৷ সোমোগো যাওয়ার পথে 17 মাইল এলাকার কাছে মঙ্গলবার থেকে আচমকা শুরু হয়েছে তুষারপাত ৷ ধীরে ধীরে তা কার্যত ধসের আকার নিতেই বিপত্তি ৷ পূর্ব সিকিমের এই তুষারধসে প্রাণ হারালেন 7 পর্যটক ৷ এর মধ্যে একজন দিঘার বাসিন্দা ৷

রামনগর (দিঘা), 5 এপ্রিল: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সিকিমে তুষারধসে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার মুকুন্দপুর এলাকার বাসিন্দা প্রীতম মাইতির (29)। স্ত্রী ও পাঁচ বছরের ছেলে রয়েছে তাঁর ৷ 2010 সাল থেকে প্রীতম বিদ্যুৎ দফতরের চুক্তিভিত্তিক একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । তাই স্ত্রী ও সন্তানকে নিয়ে কলকাতার মানিকতলার একটি ফ্ল্যাটে থাকতেন । গত কয়েকদিন আগে পুজো উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন প্রীতম । এরপর স্ত্রী ও সন্তানকে মানিকতলার ফ্ল্যাটে রেখেই সহকর্মীদের সঙ্গে সিকিম বেড়াতে চলে যান ।

মঙ্গলবার ছাঙ্গুলেকে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয় একাধিক পর্যটকের । ঘটনা ঘটার পর যখন উদ্ধারের কাজ চলছিল ঠিক তখনই ফের বিপর্যয় নেমে আসে । তাতে আরও বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ হয়ে যান । এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর সামনে এসেছে । সেনাবাহিনীর তরফ থেকে বেশ কয়েকজন মৃতের তালিকা প্রকাশ করা হয়েছে । তাতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার মুকুন্দপুরের সাগরেশ্বর গ্রামে বাসিন্দা প্রীতম মাইতির নাম রয়েছে । তবে তিনি কলকাতার বাসিন্দা বলে উল্লেখ থাকায় প্রথমে দ্বন্দ্ব তৈরি হয়েছিল । এমনকি খবর করতে গ্রামে ঢুকতেই স্থানীয় বাসিন্দারা আটকে দেয় । তাদের বক্তব্য এই মুহূর্তে এখন মৃতের পরিবারের কোনও ছবি তোলা বা খবর করা যাবে না । কারণ বাড়িতে তাঁর বৃদ্ধ মা-বাবা রয়েছেন ।

প্রীতমের বাবা বছর চৌষট্টির পূর্ণচন্দ্র মাইতি ও মা সাতান্ন বছরের জ্যোৎস্না মাইতি ৷ তার এক বোনও রয়েছে । তিনি কলকাতায় মনোরোগ বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে । ছেলের মৃত্যুর ঘটনা শুনলে বাবা-মা এই বয়সে সহ্য করতে পারবেন না বলে বোন লুকিয়ে দাদার দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে ।

শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত 30 জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বাকি 150 জনের বেশি পর্যটক 15 থেকে 16 মাইলের মধ্যে আটকে রয়েছেন । এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী ও সিকিম পুলিশ-সহ সিকিম ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন মিলিতভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে ।

এই বিষয়ে রামনগরের বিধায়ক ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, "ঘটনার খবর পেয়ে আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং বিষয়টি প্রশাসনিকভাবে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি ৷ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় তার ব্যবস্থা করতে ।"

আরও পড়ুন : চাকরির পরীক্ষা নিতে গিয়ে তুষারধসে প্রাণ গেল সৌরভের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.