ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 357

author img

By

Published : Jul 3, 2020, 12:58 AM IST

আজ মোট চারজন আক্রান্তের হদিশ মিলেছে । এদের মধ্যে তিনজন যুবক ও এক মহিলা । বাড়ি কাঁথি ও হলদিয়ায় ।

কোরোনা
কোরোনা

তমলুক, 2 জুলাই : পূর্ব মেদিনীপুরে আরও চারজনের শরীরে খোঁজ মিলল কোরোনা ভাইরাসের । আক্রান্তদের মধ্যে একজন মহিলা ও তিন যুবক । মহিলাসহ দুই যুবক কাঁথি এবং আর এক যুবক হলদিয়া ব্লকের বাসিন্দা । আক্রান্ত চারজনকেই পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এর জেরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 357 ।

জেলা স্বাস্থ্যবিভাগের তরফে জানা গেছে, আজ কাঁথি দেশপ্রাণ ব্লকের দুই যুবক সহ এক মহিলার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । এই দুই যুবক সম্প্রতি বিহার ও মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । আক্রান্ত মহিলাও শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় চিকিৎসা করাতে গেছিলেন । সেখান থেকে বাড়ি ফেরার পরই তাঁর শরীরে জ্বর-সর্দি-কাশি সহ বেশ কিছু উপসর্গ দেখা যায় । পরে নমুনা পরীক্ষা করলে দেখা যায় কোরোনা রিপোর্ট পজ়িটিভ । এই তিনজনের পাশাপাশি হলদিয়ার সুতাহাটায় ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও এক যুবক । আক্রান্তদের পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

এবিষয়ে পাঁশকুড়া কোরানা হাসপাতালের টেকনিক্যাল হেড ডা: দেবোপম হাজরা জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে । তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ চলছে । এলাকা স্যানিটাইজেশনও শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.