ETV Bharat / state

Sex Racket at Digha: দিঘার হোটেলে দেহ ব্যবসার অভিযোগে 6 যুবতী-সহ গ্রেফতার 10

author img

By

Published : May 3, 2022, 8:24 PM IST

Sex Racket at Digha
দিঘায় দেহ ব্যবসা

রাজ্যজুড়ে বাড়ছে অপরাধ ৷ ধর্ষণের পর এবার বাড়ি ও হোটেলে দেহ ব্য়বসার অভিযোগে গ্রেফতার ছয় যুবতী-সহ 10 জন (10 Digha Sex Racket) ৷ দিঘা ও উপকূল সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ৷

দিঘা, 3 মে : সৈকত শহর দিঘা-সহ উপকূলবর্তী এলাকার হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ম্যানেজার-সহ 3 যুবক ও 6 যুবতী (Arrest 10 for Allegation of Sex Racket in a Hotel of Digha) । সৈকত নগরী ও উপকূল-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মঙ্গলবার এদের গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । এদিনই ধৃতদের কাঁথি আদালতে তোলা হয় ৷

সকলের বিরুদ্ধেই বাড়ি ও হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । দিঘা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কাঁথি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও ওড়িশার বালেশ্বর এলাকার বাসিন্দা ৷

আরও পড়ুন : Sex racket in Digha: দিঘায় দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 10

দিঘা থানার ভগীব্রহ্মপুরের একটি বাড়িতে দেহ ব্যবসার আসর বসে (Crime in Digha) ৷ সূত্র মারফত খবর পেয়ে দিঘা ও দিঘা মোহনা থানার পুলিশ সোমবার সন্ধ্যায় সেই বাড়িতে হানা দেয় । পুলিশ আসার আগাম খবর পেয়ে বাড়ির মালিক সেখান থেকে চম্পট দিলেও বাড়ি থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে দুই যুবক ও কয়েকজন যুবতীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ ৷ গ্রেফতার হওয়া যুবতীদের বাড়ি পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় ৷ মোটা টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির মালিক তাদের দেহ ব্যবসার কাজে লিপ্ত করে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে । অভিযুক্ত বাড়ি মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

দিঘায় দেহ ব্যবসার অভিযোগে হোটেলের ম্যানেজার ও 6 যুবতী-সহ গ্রেফতার 10
এই বিষয়ে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, "দেহ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার-সহ তিন যুবক ও ছয় যুবতীকে গ্রেফতার করা হয়েছে‌ । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । পাশাপাশি হোটেলের রেজিস্টার খাতা সিজ করা হয়েছে । পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : শিলিগুড়িতে অনলাইনে দেহ ব্যবসার ছবি ETV ভারতের অন্তর্তদন্তে, ধৃত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.