ETV Bharat / state

Abhishek Jono Sanjog Yatra: জামালপুরে ভোট লুটের অভিযোগ, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By

Published : May 14, 2023, 6:59 AM IST

Updated : May 14, 2023, 7:33 AM IST

জামালপুরে ভোট লুটের অভিযোগ তুলল শাসকদলেরই আরেক গোষ্ঠী ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এই ঘটনা ঘটেছে পূর্ববর্ধমানের জামালপুরে ৷ গতকাল পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷

Trinamool Congress
ভোট লুঠ

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভোট লুটের অভিযোগ উঠল জামালপুরে

জামালপুর, 14 মে: নবজোয়ার কর্মসূচিতে ফের ভোট 'লুট' ৷ শনিবার রাতে জামালপুর বিধানসভার আবুজহাটি 1, জামালপুর 1, জামালপুর 2 ব্লক, চকদিঘি পঞ্চায়েতে ভোট লুটে করে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে ৷ শাসকদলের আরেক গোষ্ঠীর অভিযোগ, জামালপুরের ব্লক সভাপতির নেতৃত্বে অন্য পঞ্চায়েত থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে ৷ এদিকে জনসংযোগ যাত্রার প্রথম দিন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ ৷ তা বার বার বাধা প্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ ৷

এদিন পূর্ববর্ধমানে জামালপুরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভা ছিল ৷ সেখানে নবজোয়ার কর্মসূচি অনুযায়ী গোপন ব্যালটে ভোট দেওয়ার বন্দোবস্ত হয় ৷ সেখানেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল ৷ শাসকদলের এক গোষ্ঠীর অভিযোগ, জামালপুরের ব্লক সভাপতির নেতৃত্বে অন্য পঞ্চায়েত থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে ৷ তৃণমূলের অভিযোগকারী গোষ্ঠী এই ঘটনা দলীয় নেতৃত্বের কাছে জানাবে ৷

অভিযোগ, শনিবার রাতে জামালপুরের আবুজহাটি 1, জামালপুর 2, জামালপুর 2, চকদিঘি পঞ্চায়েত-সহ বেশ কিছু পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটদান প্রক্রিয়া চলছিল ৷ বর্তমান ব্লক সভাপতি মেহমুদ খানের লোকজন অন্য গোষ্ঠীর লোকেদের ভোট দিতে বাধা দেয় ৷ পরিবর্তে তার অনুগামীরা সেই ভোট দিয়ে দেয় ৷ বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানোর কথা বলেছেন অন্য গোষ্ঠীর নেতা কর্মীরা ৷

তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায় বলেন, "দল সুস্থ ভাবে ভোটদান সম্পন্ন করতে চাইলেও আমরা দেখছি তা হচ্ছে না ৷ ভোট লুট হচ্ছে ৷ আমরা দলীয় নেতৃত্বকে জানাব ৷ অন্য ভোটাররা গিয়ে ভোট দিয়ে দিচ্ছে ৷" অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি মেহমুদ খান ৷

তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য প্রদীপ পাল জানিয়েছেন, ভোটদান প্রক্রিয়ায় প্রতিটি বুথে বুথ সভাপতি রয়েছেন ৷ এদিকে তাঁরা কেউ বুথ সভাপতি ছিলেন না ৷ অথচ অন্য কাউকে বুথ সভাপতি হিসেবে সাজিয়ে নিয়ে এনে ভোটদান প্রক্রিয়া চালানো হচ্ছে ৷ ভোট লুটের সময় প্রতিবাদ করেন তাঁরা ৷ দলীয় নেতৃত্বকে এই বিষয়টি জানানো হয়েছে ৷ অন্যদিকে জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খানের দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷

আরও পড়ুন: কর্ণাটক আর বাংলার রাজনীতি আলাদা, মন্তব্য দিলীপের

Last Updated : May 14, 2023, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.