ETV Bharat / state

অভিষেকের নির্দেশে 100 দিনের টাকা বঞ্চিতদের বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 8:09 PM IST

Updated : Dec 1, 2023, 8:14 PM IST

Trinamool Congress delivers 100 day work money to deprived ones: 100 দিনের কাজের টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল । দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই টাকা বঞ্চিতদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । চলতি বছরের বকেয়া টাকা আটকে রাখা আটকে রাখা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ের দাবিতে অক্টোবর মাসে দিল্লিতে আন্দোলন শুরু করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Etv Bharat
Etv Bharat

মন্তেশ্বর, 1 ডিসেম্বর: দিল্লির ধরনা মঞ্চ থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 100 দিনের কাজের টাকা শ্রমিকদের বাড়িতে তিনি পৌঁছে দেবেন। সেইমতো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে বেশ কয়েকজন শ্রমিকের বাড়িতে গিয়ে শ্রমিকদের হাতে টাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তাদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা এই টাকা তুলে দিচ্ছেন। সেই টাকা পেয়ে রীতিমতো খুশি শ্রমিকরাও।

100 দিনের বকেয়া টাকা আটকে রাখা, আবাস যোজনার টাকা আটকে রাখা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ের দাবিতে চলতি বছরের অক্টোবর মাসে দিল্লিতে আন্দোলন শুরু করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন বিভিন্ন জেলার শ্রমিকরা। যারা কাজ করার পরেও বকেয়া টাকা পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি আন্দোলনের পরেও কেন্দ্র বকেয়া টাকা না মেটায় তবে তিনি নিজে সেই টাকা শ্রমিকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। সেই মতো মন্তেশ্বর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন শ্রমিকদের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক শ্রমিক 100 দিনের কাজ করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের প্রতি বঞ্চনা করছে। তাদের পরিশ্রমের টাকা আটকে রেখে দিয়েছে। তাদের পাশে অবশ্য দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশে শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজ করা শ্রমিক রণেন্দ্রনাথ গণ বলেন, "আমরা 100 দিনের কাজ করেছি। সেই টাকা বিজেপি সরকার আটকে রেখেছে। সেই বকেয়া টাকা পাওয়ার দাবিতে দিল্লি গিয়েছিলাম। সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কথা দিয়েছিলেন বিজেপি সরকার টাকা না দিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে শ্রমিকদের টাকা দেওয়া হবে। আমার প্রাপ্য পাঁচ হাজার 271 টাকা পাচ্ছিলাম না। এখন কাজ নেই। আমরা আর্থিক সংকটের মধ্যেও আছি। তাই ওই টাকা পেয়ে ওনাকে কৃতজ্ঞতা জানাবার কোনও ভাষা নেই। উনি কথা রেখেছেন।"

মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, "গ্রামের যেসব গরিব মানুষরা 100 দিনের কাজ করেছে। কিন্তু তাদের বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র যদি টাকা না দেয় আমরা সেই টাকা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব। তাই তৃণমূল কংগ্রেসের দূত হিসেবে আমরা টাকা পৌঁছে দেওয়ার জন্য সেই সব কর্মীদের বাড়ি গিয়েছি ।"

আরও পড়ুন

শুভেন্দুর নেতৃত্বে গঙ্গাজল ঢেলে 'পবিত্র' করা হল আম্বেদকরের মূর্তির পাদদেশ

নবান্নে মানবাধিকার কমিশনের বৈঠকের আমন্ত্রণ গেল শুভেন্দুর কাছে, যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে 11 বিজেপি বিধায়ককে তলব লালবাজারের

Last Updated :Dec 1, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.