ETV Bharat / state

Baikunthapur TMC Inner Clash : বৈকুন্ঠপুরে উপ-প্রধানের মদতে সরকারি জমি দখলের অভিযোগ

author img

By

Published : Jan 19, 2022, 10:40 AM IST

বৈকুন্ঠপুরে সেচ দফতরের জমি দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (TMC Leader Allegedly Occupies Government Land) ৷ আর এর পিছনে বৈকুন্ঠপুর 2নং পঞ্চায়েতের উপপ্রধানের মদত রয়েছে বলে অভিযোগ ৷ আর এই অভিযোগ করেছেন তৃণমূলেরই 2 পঞ্চায়েত সদস্য ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পূর্ব বর্ধমান তৃণমূল নেতৃত্ব (Baikunthapur TMC Inner Clash) ৷

TMC Leader Allegedly Occupies Government Land in Baikunthapur
TMC Leader Allegedly Occupies Government Land in Baikunthapur

বৈকুন্ঠপুর (পূর্ব বর্ধমান), 19 জানুয়ারি : সেচ দফতরের জমি দখল করার অভিযোগ উঠল শাসকদলের নেতাদের বিরুদ্ধে ৷ আর সেই অভিযোগ তুলেছেন তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য ৷ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের নতুন এই চেহারা দেখা গেল পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর 2নং পঞ্চায়েতের গোপালনগরে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈকুন্ঠপুর 2নং পঞ্চায়েতের গোপালনগর এলাকায় সেচ দফতরের বেশ কিছু জমি রয়েছে ৷ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ হোসেন সেই জমি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন ৷ আর এই কাজে ওই নেতাকে মদত দিচ্ছেন পঞ্চায়েতের উপ-প্রধান গোপাল বিশ্বাস (TMC Leader Allegedly Occupies Government Land) ৷ এই অভিযোগ তুলেছেন ওই পঞ্চায়েতের দুই সদস্য মিতা দাস ও হেমন্ত খাঁ ৷

আরও পড়ুন : TMC Inner Clash in Basanti : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত বাসন্তী

তাঁরা বিষয়টি নিয়ে বর্ধমান সদর মহকুমাশাসক (উত্তর), বর্ধমান সেচ দফতর, ও বৈকুন্ঠপুর পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন ৷ আর এই ঘটনায় ফের একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে গোষ্ঠীকোন্দলের জেরে ওই পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় উঠেছিল (Baikunthapur TMC Inner Clash) ৷ তৎকালীন পঞ্চায়েত প্রধান রাতারাতি ইস্তফা দেন ৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় জেলা নেতৃত্বকে ৷ এর পর ফের কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : TMC Inner Clash in Garhbeta : গড়বেতায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম গ্রামবাসী

পুরো ঘটনায় পঞ্চায়েতের সদস্য হেমন্ত খাঁ অভিযোগ করেন, ‘‘হঠাৎ করে সরকারি জায়গা বেশ কিছু সমাজবিরোধী ঘিরতে আরম্ভ করেছে ৷ আমরা প্রতিবাদ করি ৷ আমরা চাই ওই জায়গায় সামাজিক কাজ হোক ৷ শিশু উদ্যান কিংবা সুসংহত শিশু বিকাশ প্রকল্প সহ অন্যান্য কাজ হোক ৷ উপ-প্রধান এখন অস্থায়ীভাবে প্রধানের দায়িত্ব সামলাচ্ছে ৷ তাঁর মদতেই এলাকায় অসামাজিক কাজকর্ম চলছে ৷ বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে ৷

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে উপপ্রধান গোপাল বিশ্বাস ৷ তাঁর দাবি, যে কেউ যে কোন বিষয়ে অভিযোগ করতেই পারেন ৷ সেটা তো তাঁদের প্রমাণ করতে হবে ৷ একটা অভিযোগ পেয়েছি ৷ বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.