ETV Bharat / state

গলসিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি; এলাকা পুরুষশূন্য

author img

By

Published : Sep 30, 2019, 3:13 PM IST

Updated : Sep 30, 2019, 3:25 PM IST

ঢোলা গ্রামের হেপজুল শেখ ও ডাবলু মল্লিকের গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল । 12 সেপ্টেম্বর এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে ৷ এর জেরে জখম হন দু'জন ৷ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ শনিবার তাদের মধ্যে 4 জন জামিন পেয়ে বাড়ি ফেরে ৷ এরপর গতকাল ফের গ্রাম দখলকে কেন্দ্র করে পুনরায় বোমাবাজি শুরু করে তারা ৷

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

গলসি, 30 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গলসি 1 নম্বর ব্লকের ঢোলা গ্রাম । অভিযোগ, গতরাতে গ্রামে বোমাবাজি করে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন ৷ এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পুরুষশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা ৷ এলাকায় মোতয়েন রয়েছে পুলিশ ৷

ঢোলা গ্রামের হেপজুল শেখ ও ডাবলু মল্লিকের গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল । 12 সেপ্টেম্বর এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে ৷ এর জেরে জখম হন দু'জন ৷ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ শনিবার তাদের মধ্যে 4 জন জামিন পেয়ে বাড়ি ফেরে ৷ এরপর গতকাল ফের গ্রাম দখলকে কেন্দ্র করে পুনরায় বোমাবাজি শুরু করে তারা ৷

ভিডিয়োয় শুনুন হেপজুল গোষ্ঠীর সদস্যদের বক্তব্য

হেপজুল গোষ্ঠীর দাবি, "ডাবলু গোষ্ঠীর লোকজন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ৷ ওদের ভয়ে আমরা বাইরে বেরোতে পারছি না ৷" যদিও, অভিযোগ অস্বীকার করেছে ডাবলু গোষ্ঠীর লোকজন ৷

Intro:ফের বোমাবাজি গলসিতে

সন্তোষ দাস, গলসি

আবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গলসি ১ নম্বর ব্লকের লোয়া রাম গোপালপুরের পঞ্চায়েতের ঢোলা গ্রাম। গতকাল রাতের দিকে গ্রামে ফের ব্যাপক বোমাবাজি শুরু হয়। শাসকদলের দুই গোষ্ঠীর তিন চারটি বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই গ্রামের হেপজুল সেখ ও ডাবলু মল্লিকের গোষ্ঠীর মধ্যে রাত্রিতে চলে ব্যাপক বোমাবাজি। গতকাল রাতে পুনরায় চারজনকে আটক করেছে গলসি থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। জানা যায় ওই গ্রামে গত ১২ সেপ্টেম্বরের বোমাবাজির ঘটনার সাতজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ওই সাতজন সহ পলাতক আরও অনেকে জামিন পায়। তারা সকলে বাড়ি ফিরলে, গ্রাম দখলকে কেন্দ্র করে শুরু হয় পুনরায় বোমাবাজি।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় গলসি ১ নম্বর ব্লকের লোয়া রাম গোপালপুরের পঞ্চায়েতের ঢোলা গ্রাম। ঘটনায় আংশিক আহত দুইপক্ষের দুইজন আহত হয়েছিলেন। এদিন একটি পিকনিককে কেন্দ্র করে হেপজুল গোষ্ঠীর সাথে ডাবলু সেখের লোকজন ঝামেলা বাঁধে। এরই জেরে দুইপক্ষ বোমাবাজি করে।Body:ফের বোমাবাজি Conclusion:গলসিতে
Last Updated : Sep 30, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.