ETV Bharat / state

Panchayat Elections 2023: নির্দল হিসেবে মনোনয়ন প্রত্যাহার না-করলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি তৃণমূলের জেলা সভাপতির

author img

By

Published : Jun 18, 2023, 9:05 PM IST

'যারা দল নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা যদি তা প্রত্যাহার না-করেন তাহলে কড়া ব্যবস্থা' ৷ রবিবার সাংবাদিকদের সামনে এহেন মন্তব্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির ৷

Panchayat Elections 2023
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি

বর্ধমান, 18 জুন: "তৃণমূল কংগ্রেসের টিকিট না-পেয়ে যারা নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তাঁরা যদি মনোনয়ন পত্র প্রত্যাহার না-করে নেন তাহলে দল কড়া ব্যবস্থা নেবে।" রবিবার সাংবাদিকদের এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা ভুল বোঝাবুঝি করে নির্দল হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের কাছে আবেদন তারা যেন মঙ্গলবারের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। আর তা না-করলে দল যথাযথ ব্যবস্থা নেবে।"

তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জেলাজুড়ে দলের অন্দরে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেক নেতা কর্মীর অভিযোগ, দলের জন্মলগ্ন থেকে দলের জন্য লড়াই করলেও তাঁদের টিকিট দেওয়া হয়নি। অথচ যারা অন্যদলে থেকে তৃণমূলের ক্ষতি করা চেষ্টা করছিলেন আজ তাঁরাই দলের কাছে সম্পদ। আর এরপরেই জেলাজুড়ে বিভিন্ন ব্লকে তৃণমূলের টিকিট না-পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। পরবর্তীতে নড়েচড়ে বসে দল।

রবিবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "যারা নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তারা যদি দলের কথা মেনে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য চিন্তাভাবনা করা হবে ৷ কীভাবে তাদের বিভিন্ন কাজে লাগানো যায়। জেলায় 74 হাজার বুথে বিরোধীদের প্রায় দেড় লক্ষ মনোনয়ন পত্র জমা পড়েছে। সেখানে দেড়শো জন তৃণমূল কংগ্রেসের টিকিট না-পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।"

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির চাকরে পরিণত করতে চাইছে বিরোধীরা, তোপ কল্যাণের

তিনি আরও বলেন, "তার মধ্যে মেমারি 1 ব্লক, মেমারি 2 ব্লক, রায়না 1 ব্লক, রায়না 2 ব্লকের সংখ্যাটা কিছুটা বেশি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত আসন আছে তার থেকে সামান্য কিছু মনোনয়ন জমা পড়েছে। নির্দল হিসেবে অনেকেই মনোনয়ন জমা দিয়েছে। আর প্রত্যাহার না-করলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাকি ব্লকগুলিতে নির্দল হিসেবে দাঁড়ানোর সংখ্যাটা কিছুটা কম।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.