ETV Bharat / state

Jitendra Tiwari Health: 'বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসা হয়নি, মেরে ফেলার চক্রান্ত', বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি

author img

By

Published : Mar 31, 2023, 12:09 PM IST

Updated : Mar 31, 2023, 12:21 PM IST

তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ কম্বলকাণ্ডে গ্রেফতার হওয়া নেতা এখন জেল হেফাজতে ৷ বুকে ব্যথা হওয়ায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷

Jitendra Tiwari
জিতেন্দ্র তিওয়ারি

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতার পথে জিতেন্দ্র তিওয়ারি

বর্ধমান, 31 মার্চ: তাঁর কোনও চিকিৎসা হয়নি ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে ভরতি করা হলেও ঘন্টা তিনেক ফেলে রাখা হয়েছিল বিজেপি নেতাকে ৷ পরে তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে ৷ আর এভাবেই তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে ৷ শাসকদলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

বুকে ব্যথা হওয়ায় বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্রকে ৷ সেখানে দীর্ঘক্ষণ পর্যন্ত তাঁর চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ তুললেন তিনি ৷ পরে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অ্যাম্বুলেন্সে ওঠার সময় পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কাউন্সিলর চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র ৷ প্রকাশ্যেই তিনি পুলিশের উদ্দেশ্যে জানান, তৃণমূল তাঁকে মেরে ফেলার চক্রান্ত করেছে ৷ তাঁকে অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে যেতে পুলিশকে বেগ পেতে হয় বলে জানা গিয়েছে ৷

জিতেন্দ্র তেওয়ারি পুলিশকে নিশানা করে বলতে থাকেন, "আমি ভালো হইনি ৷ আপনি কি ডাক্তার ? আমাকে মেরে ফেলার চক্রান্ত ? আমি বলছি তো আপনারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছেন ৷ আরও চামচাবাজি করুন টিএমসির ৷ তৃণমূলের চামচা কোথাকার !' আসানসোল কম্বল কাণ্ডে গত 16 মার্চ গভীর রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয় আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৷ পুলিশ হেফাজতে থাকার পরে আপাতত 14 দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি ৷

বুধবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হওয়ায় আসানসোল জেল থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ বৃহস্পতিবার সকালের দিকে সিসিইউয়ের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন ৷ এদিকে তাঁর বুকে ব্যথা না-কমায় ইকোকার্ডিওগ্রাফি-সহ বেশ কিছু পরীক্ষার দরকার হয় ৷ কিন্তু সেই ব্যবস্থা আসানসোল জেলা হাসপাতালে না থাকায় চিকিৎসকেরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এছাড়া তাঁর স্লিপ অ্যাপনিয়া থাকায় নল দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এরপরই তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে ফের জামিনের আবেদন জিতেন্দ্রর

Last Updated : Mar 31, 2023, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.