ETV Bharat / state

পুলিশি নিরাপত্তার অভাবে নাড্ডার কর্মসূচি কাটছাঁট, দাবি বিজেপির

author img

By

Published : Jan 7, 2021, 6:34 PM IST

9 জানুয়ারি বর্ধমানের বিসি রোডে জে পি নাড্ডার র‍্যালি করার পরিকল্পনা করে বিজেপি । কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি ।

রাজু বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার
রাজু বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার

বর্ধমান, 7 জানুয়ারি : তৃণমূল কংগ্রেস বিনা অনুমতিতে বর্ধমানে একের পর এক জনসভা করেছে । অথচ বর্ধমানের বিসি রোডে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ব়্যালিতে অনুমতি দেওয়া হল না । পুলিশ জানিয়েছে, নিরাপত্তা দিতে পারবে না। এর থেকেই প্রমাণিত রাজ্যের কী অবস্থা। বর্ধমানে এসে এভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাঢ়বঙ্গ জ়োনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় ।

আগামী 9 জানুয়ারি বর্ধমানের বিসি রোডে জে পি নাড্ডার র‍্যালি করার পরিকল্পনা করে বিজেপি । কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি । ফলে, বর্ধমানের জিটি রোডে বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত র‍্যালি করার কথা বিজেপি সভাপতির । রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে । আমাদের একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি র‍্যালি শুরু করতেন, তাহলে পুলিশ কী আটকাত ! কত দম ছিল পুলিশের যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব়্যালি আটকাবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এইসব চলছে । পুলিশ এখন সব কাঠপুতুল হয়ে গেছে । যেমন সুতো দিয়ে নাচানো হবে তেমন সব ব্যবস্থা করবে ।"

আরও পড়ুন : কাটোয়ায় জনসভা করবেন জেপি নাড্ডা, জানালেন সুকান্ত মজুমদার

তিনি আরও যোগ করেন, "ডায়মন্ড হারবারে যেদিন নাড্ডার অনুষ্ঠান ছিল সেদিন তৃণমূল কংগ্রেসের একাধিক সভা চলছিল । কটার অনুমতি ছিল সেদিন সভা করার। একটারও অনুমতি ছিল না । তৃণমূল কংগ্রেস কোনও সভা করতে গেলে অনুমতি লাগে না । অথচ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের যখনই এখানে আসার কথা হবে তখন তাঁদের অনুমতি দেওয়া হবে না ।"

কী বললেন রাজু বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার ...

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা বিসি রোডে নাড্ডার রোড শো করার জন্য অনুমতি চেয়েছিলাম । কিন্তু, পুলিশ সুপার চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা নিরাপত্তা দিতে পারবেন না । তাই সেখানে অনুমতি দেওয়া যাবে না । তাহলে এরা রাজ্যের মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.