ETV Bharat / state

পালিতপুরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

author img

By

Published : Mar 24, 2021, 11:31 AM IST

Updated : Mar 24, 2021, 1:57 PM IST

পালিতপুরে তৃণমূল কর্মীদের উপর হামলা
পালিতপুরে তৃণমূল কর্মীদের উপর হামলা

অভিযোগ, বর্ধমানের পালিতপুর এলাকায় তৃণমূল কর্মী কানাই খাঁয়ের হোটেলে ঢুকে বিজেপি কর্মীরা ঝামেলা করতে শুরু করে । তারা কানাই এবং তাঁর বউদিকে মারধরও করে। সেই সময় জাহাঙ্গীর শেখ এবং ডালিম শেখ নামে দুই তৃণমূল কর্মী ঘটনার প্রতিবাদ করায় তাঁদেরও লাঠি-রড দিয়ে বেধড়ক পেটানো হয় ।

বর্ধমান, 24 মার্চ : তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মঙ্গলবার রাতে বর্ধমানের পালিতপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । আহত জাহাঙ্গীর শেখ এবং ডালিম শেখকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে । অন্যদিকে বিজেপির এই পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

গন্ডগোলের সূত্রপাত মঙ্গলবার সন্ধ্য়া নাগাদ । অভিযোগ, বর্ধমানের পালিতপুর এলাকায় তৃণমূল কর্মী কানাই খাঁয়ের হোটেলে ঢুকে বিজেপি কর্মীরা ঝামেলা করতে শুরু করে । তারা কানাই এবং তাঁর বউদিকে মারধরও করে। সেই সময় জাহাঙ্গীর শেখ এবং ডালিম শেখ নামে দুই তৃণমূল কর্মী ঘটনার প্রতিবাদ করায় তাঁদেরও লাঠি-রড দিয়ে বেধড়ক পেটানো হয় । তাঁদের মাথা, মুখ, হাত, পা ফেটে যায় । এরপর দুষ্কৃতীরা তাঁদের মাঠে ফেলে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ বাহিনী টহলে নেমেছে এলাকায় । ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির বিবৃতি

আরও পড়ুন : ভোট আসে ভোট যায়, সঙ্কটমোচন বহু দূর, ধ্বংসের মুখে শান্তিপুর-ফুলিয়ার তাঁত


বর্ধমান এক ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য বলেন, "পরিকল্পিতভাবে বিজেপি দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালায় । তারা তৃণমূল কর্মীর একটি হোটেলে ভাঙচুর চালায় । অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ।" অন্যদিকে বিজেপি নেতা শ্যামল রায় বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই । কানাই খাঁয়ের হোটেলে দীর্ঘদিন ধরে মদ ও নেশার দ্রব্য বিক্রি হয় । যে কারণে গ্রামের লোকেরা এদিন প্রতিবাদ করেছিল । সেই সময় কারও হয়ত লাগতে পারে । এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

Last Updated :Mar 24, 2021, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.