ETV Bharat / state

Child Death: 'একটু সেলাই করে দিন না ', 5 বছরের শিশুর দু'টুকরো দেহ নিয়ে হাসপাতালে আর্জি দাদু-ঠাকুমার !

author img

By

Published : Aug 10, 2023, 3:47 PM IST

Updated : Aug 10, 2023, 4:52 PM IST

Road Accident Cuts 5-Year-Old Child Body into Two Pieces: পথ দুর্ঘটনায় 5 বছরের শিশুর মৃত্যু কাটোয়ায় ৷ মোটর ভ্যানের ধাক্কায় দু'টুকরো হল দেহ ৷ দাদুর কোলে শিশুটির একটা অংশ আর ঠাকুমার কোলে আর একটা অংশ । একটু সেলাই করে দিন না, চিকিৎসকদের কাছে আর্জি তাঁদের ৷

5 year old child dies in Katwa
পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কাটোয়া, 10 অগস্ট: মর্মান্তিক ! পাঁচ বছরের খুদের দু'টুকরো দেহ হাতে দাদু-ঠাকুমা । কাঁদতে কাঁদতে বলে উঠলেন "একটু সেলাই করে দিন না"। ঘটনা কাটোয়ার । যেখানে ফের পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু ৷ খড় বোঝাই মোটর ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশুর দেহ দু'টুকরো হয়ে য়ায় । মৃত শিশুটির নাম চন্দন হালদার । তার বাড়ি অগ্রদ্বীপের গোপীনাথতলা এলাকায় ৷ বুধবার বিকেল নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপ এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ ভ্যানটিকে আটক করা হয়েছে ৷ তবে চালক পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

কাটোয়া হাসপাতালে থাকা রোগী ও তার পরিজনেরা দেখতে পান দাদুর কোলে শিশুটির একটা অংশ আর ঠাকুমার কোলে আর একটা অংশ । তাঁরা কাঁদতে কাঁদতে একটা কথাই বলে চলেছেন, 'একটু সেলাই করে দিন না ।' এই দৃশ্য দেখে শিউড়ে ওঠেন সকলেই ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে গ্রামের গোপীনাথ তলা এলাকায় তাঁরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন । বিকেল নাগাদ ঠাকুমার হাত ধরে অগ্রদ্বীপ-বেথুয়াডহরি রোড ধরে চন্দন বাড়ি ফিরছিল । হঠাৎ একটা খড় বোঝাই মোটর ভ্যান তাকে ধাক্কা মারে । এর জেরে শিশুটি রাস্তায় পড়ে গেলে ভ্যানটা তার উপর দিয়ে চলে যায় । মোটর ভ্যানের প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই দুই টুকরো হয়ে যায় শিশুটির দেহ । সেখানেই জ্ঞান হারান শিশুটির ঠাকুমা । পরে স্থানীয় মানুষ ও সিভিক ভলান্টিয়ারের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । তখনই দাদু-ঠাকুমার আর্তনাদ, 'একটু সেলাই করে দিন না ।'

আরও পড়ুন: হরিদেবপুর থানা এলাকায় ফের পথ দুর্ঘটনার কবলে নাবালক পড়ুয়া

এ দিকে ধাক্কা লাগার পরে কীভাবে শিশুর দেহ দুই টুকরো হয়ে গেল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে । অন্যদিকে বিষয়টি নিয়ে এলাকাতে ঝড় উঠেছে । গ্রামবাসীরা জানাচ্ছে, বেপরোয়া ইঞ্জিন ভ্যানকে নিষিদ্ধ করার দাবি আগেই তোলা হয়েছিল । এরপরেও ইঞ্জিন ভ্যান চলাচল বন্ধ হয়নি ৷ এর ফলে চালকের ভুলের জন্য মর্মান্তিকভাবে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটে গেল । তাই গ্রাম থেকে শহরে ইঞ্জিন ভ্যান নিষিদ্ধের ফের দাবি জানিয়েছে এলাকাবাসী ৷

Last Updated : Aug 10, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.