ETV Bharat / state

Teacher donates hair on World Cancer Day : দেখেছেন মা-দিদার কষ্ট, ক্যানসার দিবসে চুল দান জঙ্গলমহলের শিক্ষিকার

author img

By

Published : Feb 4, 2022, 12:29 PM IST

world-cancer-day-2022-midnapore-teacher-donates-her-hair-for-patients-who-are-suffering-from-this-disease
দেখেছেন মা-দিদার কষ্ট, ক্যান্সার দিবসে চুল দান জঙ্গলমহলের শিক্ষিকার

দেখেছেন মা ও দিদার কষ্ট, অন্যান্য রোগীদের যন্ত্রণা (World Cancer Day 2022) ৷ তাঁদের সমব্যাথী হয়ে ক্যানসার দিবসে (Teacher donates hair on World Cancer Day 2022) নিজের সাধের চুল কেটে দান করলেন জঙ্গলমহলের এক শিক্ষিকা ৷

মেদিনীপুর, 4 ফেব্রুয়ারি: ক্যানসার কেড়েছে দিদিমার জীবন ৷ মাকেও ভোগ করতে এই মারণব্যাধির যন্ত্রণা ৷ সেই কষ্ট উপলব্ধি করে ক্যানসার রোগীদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষিকা ৷ বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day 2022) নিজের সাধের চুল কেটে দান করলেন এই রোগে আক্রান্তদের (Teacher donates hair on World Cancer Day 2022) ৷

জঙ্গলমহল শালবনির ঢাংবহড়া শশীভূষণ স্কুলের ভূগোলের শিক্ষিকা মুনমুন মিদ্যা (Midnapore teacher donates her hair) ৷ তাঁর দিদিমা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ মুম্বই টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় 8 বছর ধরে চিকিৎসা চললেও তাঁকে শেষরক্ষা করা যায়নি ৷ এরপর 2004 সালে শিক্ষিকার মায়ের জরায়ুতে ক্যানসার ধরা পড়ে ৷ কখনও মুম্বই, কখনও কলকাতায় নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছেন মুনমুন মিদ্যা ৷ চাক্ষুষ করেছেন মায়ের নিদারুণ যন্ত্রণা ৷ কেমোথেরাপির জেরে মাথার চুল পড়ে গিয়েছে, কাহিল হয়েছেন তাঁর মা ৷ অন্য়ান্য ক্যানসার রোগীদের সান্নিধ্যে এসেও সেই কষ্টের সমব্যাথী হয়েছেন মেদিনীপুরের শিক্ষিকা ৷

আরও পড়ুন: কোমর ছাপানো চুল ক্যান্সার রোগীদের দান ঘাটালের সংগীতার

ক্যান্সার রোগীদের চুল দান শিক্ষিকার

সেচকর্মী স্বামী, 3 বছরের মেয়ে ও বাবা-মায়ের সঙ্গে থাকেন মুনমুন মিদ্যা ৷ ছোট থেকেই শখ চুল বড় করার ৷ সেই লম্বা বেণীই গোড়া থেকে কেটে একটি সংস্থার মাধ্যমে ক্যানসার রোগীদের পাঠিয়ে দিলেন তিনি ৷ শিক্ষিকা বললেন, "ক্যানসার রোগীদের যা কষ্ট, তা উপলব্ধি করেছি ৷ আর সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি ।" তাঁর এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় মানুষজন ৷

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পীর পরিবারের পাশে রায়গঞ্জ পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.