ETV Bharat / state

অন্য কাউকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিন মমতা, কটাক্ষ ভারতীর

author img

By

Published : Mar 11, 2021, 7:33 PM IST

west bengal assembly election 2021_wb_wmid_04_debra_varti_nomination_vis_7204519
অন্য কাউকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিন মমতা, কটাক্ষ ভারতীর

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন ডেবরায় বিজেপির প্রার্থী ভারতী ঘোষ ৷ তার আগে পুজো দিলেন চণ্ডাবুড়ির থানে ৷ নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জখম হওয়ার ঘটনা প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করলেন তিনি ৷

ডেবরা, 11 মার্চ : একটা সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অন্যতম নির্ভরযোগ্য যোদ্ধা ছিলেন তিনি ৷ সরকারি অনুষ্ঠানের প্রকাশ্য মঞ্চেই মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছিলেন ৷ আজ সেই ভারতী ঘোষই শিবির বদলে বিজেপির প্রার্থী ৷ আসন্ন নির্বাচনে ডেবরা থেকে ভোটে লড়ছেন তিনি ৷ নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জখম হওয়ার প্রসঙ্গ উঠতেই খোদ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন আইপিএস ভারতী ৷ তাঁর প্রশ্ন, খোদ পুলিশ মন্ত্রীই নিরাপত্তাবলয়ে থেকে আক্রান্ত হলেন ৷ এটা কীভাবে সম্ভব ? ভারতীর পরামর্শ, পুলিশ মন্ত্রী পদে এবার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত মমতার ৷ বদলে এমন কাউকে সেই দায়িত্ব দেওয়া উচিত যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারবেন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য় কামনাও করেন ভারতী ঘোষ ৷

বৃহস্পতিবার ডেবরার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ভারতী ৷ তবে খড়্গপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে ডেবরার চণ্ডাবুড়ির থানে ঘটা করে পুজোও দেন ৷ তাঁর পুজো ঘিরে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা ৷ প্রার্থীকে ঘিরে রীতিমতো উল্লাস শুরু করে দেন উচ্ছ্বসিত বিজেপিকর্মীরা ৷ পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতী ৷ তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ভারতী ৷

পুজো দিয়ে মনোনয়ন পেশ ভারতী ঘোষের ৷

আরও পড়ুন : সুপ্রিম রায়ে ভারতীর রক্ষাকবচে স্বস্তিতে বিজেপি

ডেবরায় তৃণমূলের প্রার্থীও একজন প্রাক্তন আইপিএস ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছের লোক হিসাবে পরিচিত হুমায়ুন কবীর ৷ ভূমিপুত্র হিসাবেই ভোটের ময়দানে নামছেন তিনি ৷ যদিও প্রতিপক্ষকে পাত্তা দিতে নারাজ ভারতী ৷ তাঁর সাফ কথা, ডেবরায় জয় হবে বিজেপিরই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.