ETV Bharat / state

দুর্নীতিগ্রস্ত রেশন ডিলার, চন্দ্রকোণায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীর

author img

By

Published : Jun 5, 2021, 7:05 PM IST

চন্দ্রকোনায় বিক্ষোভ গ্রামবাসীর
চন্দ্রকোনায় বিক্ষোভ গ্রামবাসীর

রেশন ডিলার দুর্নীতিগ্রস্ত ৷ নিয়মমতো রেশন পাচ্ছেন না গ্রামবাসী ৷ তাই গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ এদিকে অভিযোগ অস্বীকার করছেন রেশন ডিলার ৷ তাঁর দাবি, তাঁর কাছে সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে ৷ তিনি নিয়ম মেনেই রেশন দিচ্ছেন ৷ শনিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতে ৷

চন্দ্রকোনা, 5 জুন : বেশ কিছুদিন ধরে রেশনে জিনিসপত্র কম দেওয়ার এবং রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে ৷ রেশন ডিলারকে এজন্য বরখাস্তও করা হয়েছে ৷ অথচ তারপরও পেশিশক্তি এবং মোটা টাকার বিনিময়ে রেশনের মাল দিচ্ছেন ওই ডিলার । এবার এই ডিলারের বিরুদ্ধে করোনা বিধি অমান্য করেই প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন গ্রামবাসীরা ৷ বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই রেশন ডিলার ৷ তিনি জানান, কোর্টের নিয়ম মেনেই মাল দিচ্ছেন তিনি ৷ গ্রামবাসীর বিক্ষোভ সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে ।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতে রেশন ডিলার সুভাষচন্দ্র ভুঁইয়ার দুর্নীতির অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই ৷ স্থানীয়দের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন এই রেশন কেন্দ্র থেকে জিনিসপত্র নিয়েছেন ৷ করোনা পরিস্থিতিতে মানুষ অভুক্ত রয়েছেন ৷ কিন্তু এই জুন মাসে তাঁরা রেশন পাচ্ছেন না ৷ কোথা থেকে তাঁরা খাদ্যসামগ্রী পাবেন তা খাদ্য দফতরের তরফেও জানানো হয়নি ৷ দুর্নীতিগ্রস্ত এই রেশন ডিলারের আগেও লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছিল ৷ তবে তারপরও তিনি কোনওভাবে ফের লাইসেন্স করিয়ে রেশন দিচ্ছেন ৷ গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন তাঁরা এই রেশন ডিলারের থেকে রেশন নেবেন না ৷ তাঁরা স্বচ্ছ ভাবমূর্তির কাউকে চান ৷

রেশন দুর্নীতির বিরুদ্ধে শনিবার চন্দ্রকোনার বান্দিপুরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷

তবে রেশন ডিলার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৷ ডিলার সুভাষচন্দ্র ভুঁইয়ার ছেলে কৃষ্ণেন্দু ভুঁইয়ার দাবি, তাঁরা আদালতের নির্দেশানুসারে রেশন দিচ্ছেন ৷ তাঁদের কাছে সমস্ত কাজগপত্র ঠিকঠাক আছে ৷ তা যে কেউ চাইলে দেখতে পারেন ৷ তাঁরা সম্পূর্ণ নিয়ম মেনেই রেশন বিতরণ করছেন ৷ এই অভিযোগ ভিত্তিহীন ৷

এদিন বেলার দিকে গ্রামীণ সড়কের উপর অবরোধস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে স্থানীয়দের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা মানতে রাজি হননি । শেষমেশ ঘণ্টাখানেক পর বিক্ষোভ উঠে যায় ।

আরও পড়ুন : সদস্যদের জন্য ভ্যাকসিন কিনতে ভিক্ষাবৃত্তি স্বেচ্ছাসেবী সংগঠনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.