ETV Bharat / state

পান্তা ভাত, মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে এবং লড়বে : শুভেন্দু

author img

By

Published : Dec 3, 2020, 8:46 PM IST

Updated : Dec 3, 2020, 9:40 PM IST

আজ শুভেন্দু অধিকারী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন অনেক সংবাদমাধ্যম নাকি লিখেছে আমি কমফর্ট জ়োনে রাজনীতি করি । এখন ওই ফ্ল্যাট বাড়িতে থাকা ছেলেটার অসুবিধা হচ্ছে আমি রাস্তায় বেরিয়েছি বলে । তবে আমি বাংলার ছেলে মেদিনীপুরে আগেও এসেছিলাম আবার পরবর্তীকালে আসব । এটা আপনাদের বলতে পারি এই পান্তা ভাত মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়াই করে এসেছে চিরদিন আদর্শের জন্য আগামী দিনে লড়বে ।

Suvendu
শুভেন্দু অধিকারী

মেদিনীপুর, 3 ডিসেম্বর : মন্ত্রিত্বহীন অবস্থায় এই প্রথম জেলা সফরে এলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি এদিন গড়বেতার রামসুন্দর বিদ্যালয়ে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচনের পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মরণ সভায় বক্তব্য রাখেন । যদিও তিনি এদিন সংবাদমাধ্যমের কাছে বিতর্কিত কোনও মন্তব্য করননি ।

আজ তিনি এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন অনেক সংবাদমাধ্যম নাকি লিখেছে আমি কমফর্ট জ়োনে রাজনীতি করি । আমি 2011 সাল থেকে রাজনীতি করে আসছি । এখন ওই ফ্ল্যাট বাড়িতে থাকা ছেলেটার অসুবিধা হচ্ছে আমি রাস্তায় বেরিয়েছি বলে । তবে আমি বাংলার ছেলে মেদিনীপুরে আগেও এসেছিলাম আবার পরবর্তীকালে আসব । এটা আপনাদের বলতে পারি এই পান্তা ভাত মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়াই করে এসেছে চিরদিন আদর্শের জন্য আগামী দিনে লড়বে । যদিও এদিন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তিনি পাড়ি দেন নিজের জেলায় ।

এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঠিক কী করতে চাইছেন সে বিষয়ে সন্দিহান তাঁর অনুগামীরা । কখনও তিনি তৃণমূলের হয়ে তিনি দিদির গুণকীর্তন করছেন কখনও আবার তিনি তীব্র কটাক্ষ করছেন তৃণমূলের নেতৃত্ব এবং সুপ্রিমোর বিরুদ্ধে । কখনও তার অনুগামীদের মারধর করা হচ্ছে । কখনওবা একসঙ্গে চলার কথা বলা হচ্ছে । ফলে এখন শুভেন্দুবাবু ঠিক কি করতে চাইছেন সে বিষয়ে সন্দিহান হয়ে পড়েছেন তার অনুগামীরা ।

পান্তা ভাত, মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে এবং লড়বে : শুভেন্দু

আরও পড়ুন : ক্ষুদিরামের জন্মদিবসে তমলুকে শুভেন্দু, বললেন "আমি বাংলার সন্তান, ভারতের সন্তান"

ইদানীং সংবাদমাধ্যম এবং সংবাদ পত্রে এই কয়েকদিনে বড় কর জায়গা করে নিয়েছে শুভেন্দু অধিকারী । প্রতিদিন কোথাও-না-কোথাও তিনি নাম না নিয়ে তীব্র কটাক্ষ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের বিরুদ্ধে । বিভিন্ন জায়গায় শুভেন্দুর অনুগামী হয়ে প্রচার পর্ব তিনি সেরেছেন নিজের অনুগামীদের দিয়ে । এরপর যখন তীব্র বাদানুবাদ এবং পরিস্থিতি ঘোরালো হয় তখন তৃণমূল সুপ্রিমো পরিস্থিতি সামাল দিতে একপ্রস্থ মিটিং ডেকেছেন কলকাতায় । কলকাতায় মিটিং গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীকালে মিটিং ফলপ্রসূ না হওয়ায় গতকাল দুপুর বেলায় একটি সাংবাদিক বৈঠক আয়োজন করেছিলেন এই প্রাক্তন পরিবহণমন্ত্রী । কিন্তু তিনি এদিন সাংবাদিক সম্মেলনে হাজির না হয়ে আগামী 6 ডিসেম্বর সাংবাদিক বৈঠক করবে বলে ফের নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন । তার ফের তৃণমূলে আগমন না বিজেপিতে যোগদান তা নিয়ে উঠেছে প্রশ্ন ও কৌতূহল ।

Last Updated :Dec 3, 2020, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.