ETV Bharat / state

Suvendu Adhikari: চোর তৃণমূলের সঙ্গ দিচ্ছে সিপিএম, কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Jun 25, 2023, 6:18 PM IST

জঙ্গলমহলে রবিবার পঞ্চায়েত ভোটের প্রচারে এসে তৃণমূল ও সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর বক্তব্য

পিড়াকাটা, 25 জুন: পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলের বিজেপি প্রার্থীদের সমর্থনে রবিবার মেগা ব়্যালিতে অংশ নিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ এদিন মেদিনীপুরের জঙ্গলমহলের শেষপ্রান্ত ভীমপুরে এবং পরে পিড়াকাটায় এই দলীয় প্রার্থীদের সমর্থনে ব়্যালিতে অংশ নেন শুভেন্দু ৷ পরে কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী সিপিএমের সমালোচনা করেন তিনি ৷

এদিন শুভেন্দু অধিকারীর দাবি, শুধু জঙ্গলমহলে নয় পঞ্চায়েতে মানুষ ঠিকভাবে ভোট দিতে পারলে তৃণমূল হারবে ৷ যেখানেই মানুষ ভোট দেবে সেখানেই হারবে ৷ তৃণমূলের সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ করে শুভেন্দু এদিন বলেন,"তৃণমূল মানে চোর ৷ আর এই তৃণমূলের সঙ্গে আঁতাত করেছে সিপিএম আর কংগ্রেস ৷ সিপিএম ও কংগ্রেস পাটনাতে যা করেছে তাতে দিল্লিতে যদি মোদি সরকার না থাকে তাহলে রাজ্যের সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হবে । মমতা বন্দ্যোপাধ্যায় সিতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধির পায়ে পড়ে দিল্লির সরকার পরিবর্তন করতে চাইছে । যাতে পশ্চিমবাংলায় ইডি, সিবিআই ও এনআই তদন্ত বন্ধ হয়ে যায় ৷"

শুভেন্দু অধিকারীর কথায়, সিপিএমকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়া মানে এই সব রাজ্যের চুরির তদন্ত বন্ধ হওয়া । এরপর রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতার বক্তব্য, যখন রাজ্যপাল তৃণমূলের পছন্দ হবে তখন রাজ্যপাল রাজ্যের কাছে মহান হবেন, যখনই পছন্দ হবেন না তখনই তাঁর উপর তৃণমূলের বিষ নজর পড়বে ৷

আরও পড়ুন: মঙ্গলে নদিয়া থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, 5 জুলাই পর্যন্ত ঘুরবেন একাধিক জেলায়

শুভেন্দু অধিকারীর কথায়, তৃণমূল কোনও সংবিধানিক প্রতিষ্ঠানকে মানে না ৷ বিচারকও তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি । তৃণমূল যে ধরনের মাৎসনায় চালাচ্ছে রাজ্যে তাকে সবাইকে সমর্থন করতে হবে, এটাই তাদের বক্তব্য । তিনি একদা তৃণমূলে ছিলেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,"যখন শুভেন্দু অধিকারী ওদের পার্টিতে ছিল তখন নাকি সাদা ছিল সব এবং পরিষ্কার ছিল । যখনই তৃণমূলের সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে এলো তখন ও নাকি কালো হয়ে গেল । আসলে তৃণমূলের চশমাটাই ওরকম ।" তৃণমূলের নবজোয়ার যাত্রাকে এদিন শুভেন্দু 'ঘোড়ার ডিমের নবজোয়ার' ও আসলে ওটা তিহাড় জেল যাত্রা বলে কটাক্ষ করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.