ETV Bharat / state

Lok Adalat: একদিনের সাম্মানিক বিচারক, একাধিক মামলার নিষ্পত্তি ট্রান্সজেন্ডার প্রমিত দত্তের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 10:32 PM IST

Updated : Sep 10, 2023, 6:22 AM IST

Etv Bharat
Etv Bharat

Pramit Dutta became Honorary Judge for a day: দেশের বহু মানুষই মামলা চালানোর খরচ জোগাড় করতে পারেন না । বছরের পর বছর ধরে চলা মামলাগুলি অতি অল্প সময়ে নিষ্পত্তি করা হয় এই জাতীয় লোক আদালতে । প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে বিচারকের আসনে ছিলেন প্রমিত দত্ত ।

একাধিক মামলার নিষ্পত্তি ট্রান্সজেন্ডার প্রমিত দত্তের

মেদিনীপুর, 9 সেপ্টেম্বর: একদিনের সাম্মানিক বিচারক । লোক আদালতে বিনামূল্যে অভাব-অভিযোগ শুনলেন প্রমিত দত্ত, নিষ্পত্তি করলেন একাধিক মামলা । প্রমিত একজন ট্রান্সজেন্ডার, নিজের শর্তে বদলেছেন লিঙ্গ-পরিচয় ৷ মূলত সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নিয়ে অস্পৃশ্যতা দূর করার উদ্দেশ্যেই তাঁকে সাম্মানিক বিচারকের আসনে বসানো হয়েছিল, দাবি লোক আদালতের ।

বছরের নির্ধারিত সময়ে প্রতিটি জেলার মতো মেদিনীপুরেও বসেছিল বছরের তৃতীয় জাতীয় লোক আদালত । এদিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ’র (District Legal Service Authority) উদ্যোগে বেশ কিছু মামলার নিষ্পত্তি করা হয় ৷ মূলত যে সমস্ত মামলা উভয়পক্ষই মিটিয়ে নিতে আগ্রহী, সেইসব মামলা নিষ্পত্তি হয়ে থাকে এই আদালতে । দেশের বহু মানুষই মামলা চালানোর খরচ জোগাড় করতে পারেন না । বছরের পর বছর ধরে চলা মামলাগুলি অতি অল্প সময়ে নিষ্পত্তি করা হয় এই জাতীয় লোক আদালতে । এদিন প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে বিচারকের আসনে ছিলেন প্রমিত দত্ত। তাঁর হাত ধরেই বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়।

ডিএলএসএ কেন্দ্রে বিচারকের ভূমিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন প্রমিত দত্ত । লোক আদালতে তিনজন ব্যক্তি বিচারক হিসেবে কাজ করে থাকেন ৷ তাঁদের মধ্যে একজন সমাজকর্মী, একজন আইনজীবী ও একজন বিচারক ৷ মূলত সামাজিক কর্মী হিসেবে প্রমিত দত্ত ভূমিকা পালন করেন । আসলে সমাজে ভেদাভেদ দূর করতে এই প্রয়াস ৷

আরও পড়ুন: সু'চেতন' হবেন সুচেতনা, সমাজের অচলায়তন ভাঙার লড়াইয়ে শরিক বুদ্ধ 'কন্যা'

প্রমিত দত্ত বলেন, ‘‘একজন নারী শরীর পেয়েও মননে, চিন্তনে পুরুষ । এই লড়াই চালিয়ে যাওয়া, তারমধ্যে সমাজ এবং পরিবারের কটূক্তি থেকে নিজেদের বাঁচানো । এই দুই অসম লড়াইয়ে আজ একদিনের সাম্মানিক বিচারক হিসেবে নিজেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে । আমি চাই সমাজে ট্রান্সজেন্ডার নিয়ে অস্পৃশ্যতা দূর হোক ।’’

ডিএলএসএ সেক্রেটারি দিব্যেন্দু নাথ বলেন, ‘‘এই লোক আদালতে বহু মানুষের মামলা নিষ্পত্তি হয় । সমাজে যে নারী-পুরুষ এবং ট্রান্সজেন্ডার নিয়ে ভেদাভেদ রয়েছে ৷ সেই ভেদাভেদ দূর করতে আমরা এই উদ্যোগ নিয়েছি । তাতে একজন বিচারকের ভূমিকা দেখা গেল প্রমিত দত্তকে। আগামিদিনে যাতে ট্রান্সজেন্ডারদের মানুষ অস্পৃশ্য না-ভাবে তাই আমাদের এটা ক্ষুদ্র প্রয়াস ।’’

Last Updated :Sep 10, 2023, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.