ETV Bharat / state

Potato Cultivation in Chandrakona : অকাল বর্ষণে ফলন কম, দামও নেই ; ভিন রাজ্যে আলু পাঠানোর দাবি কৃষকদের

author img

By

Published : Jan 30, 2022, 10:23 PM IST

chandrakona
অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত চন্দ্রকোনার আলুচাষিরা

বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু ৷ ফলন তো কমেছেই ৷ তার পাশাপাশি নেই পর্যাপ্ত দামও ৷ চাষ করার খরচটুকুও না ওঠায় সমস্যায় পড়েছেন চন্দ্রকোনার (Chandrakona News) আলুচাষিরা ৷

চন্দ্রকোনা, 30 জানুয়ারি : পশ্চিম মেদিনীপুরে আলু চাষের অন্যতম কেন্দ্রস্থল চন্দ্রকোনা থানার গড়বেতা ৷ কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ফলন এবং চাহিদা দুই-ই কম থাকায় বিপাকে চাষিরা (potato farmers of chandrakona are in trouble) । মাঠেই পড়ে রয়েছে আলু । রাজ্য সরকারকে তাই ভিন রাজ্যে আলু পাঠানোর দাবি জানাচ্ছেন বিস্তীর্ণ অংশের কৃষকরা ।

আলু বীজ কেনা থেকে শুরু করে সার কেনার খরচই উঠছে না ৷ এই পরিস্থিতিতে কীভাবে সংসার চলবে তা নিয়েই চিন্তায় এখানকার আলুচাষিরা ৷ চন্দ্রকোনার (Chandrakona News) বিস্তীর্ণ এলাকার কৃষকরা পোখরাজ জাতীয় জলদি আলু চাষ করে থাকেন ৷ তাঁদের দাবি, অন্যান্য বছর আলু লাগিয়ে লাভ হত ৷ এক কাঠা জমিতে 6 প্যাকেট আলু হত ৷ কিন্তু এই বছর লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ে 6 প্যাকেটের জায়গায় 2-3 প্যাকেট আলুর ফলন হয়েছে । আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার আলুর ফলন কম ৷

অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত চন্দ্রকোনার আলুচাষিরা

এক কুইন্টাল আলুর দাম 750 টাকা ৷ কিন্তু আলু নেওয়ার জন্য ব্যবসায়ীদের দেখা পাওয়া যাচ্ছে না ৷ তার কারণ কোল্ড স্টোরেজে এখনও প্রচুর আলু মজুত আছে । অপরদিকে অন্যান্য বছর ভিন রাজ্যে এই আলু পাড়ি দিত, যার দরুন আলুর চাহিদা থাকত তুঙ্গে । কিন্তু এই বছর লকডাউনের জেরে সেই আলু যাচ্ছে না ৷ ফলে বিপাকে পড়ছেন এরাজ্যের চাষিরা ৷


আরও পড়ুন : Black Marketing of Fertilizers: সার কিনতে গভীর রাত থেকে লম্বা লাইন ঘাটালে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.