ETV Bharat / state

মেদিনীপুর হাসপাতাল থেকে নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ

author img

By

Published : Feb 12, 2020, 12:01 AM IST

Midnapore
নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আজ নিখোঁজ শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ ৷ পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ৷

মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি : আজ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যোজাতকে তার মা-বাবার হাতে তুলে দিল পুলিশ ৷

রবিবার সকাল 11 টা 50 মিনিট নাগাদ হাসপাতালের মাতৃমা থেকে চুরি যায় ওই সদ্যজাত ৷ ঘটনায় হৈ চৈ পড়ে যায় হাসপাতাল চত্বরে ৷ শিশুটির আত্মীয় পরিজনের সঙ্গে বচসা বাধে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ৷ CCTV ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে হাসপাতাল চত্বর থেকে শিশু চুরি হয় ৷ ঘটনায় হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল ৷ শিশুটির পরিবার মেদিনীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ সেদিনই পাঁচ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে ৷ ঘটনায় সেদিনই আটক করা হয় এক মহিলাকে ৷ নাম সুলতানা বিবি ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাতে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল ৷ বিচারক তার চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷ আজ শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ ৷

আজ নিখোঁজ শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দিল পুলিশ ৷

পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, CCTV ফুটেজের সূত্র ধরেই ওই মহিলাকে আটক করা হয়েছিল ৷ পরে তাকে গ্রেপ্তার করা হয় ৷ কিন্তু এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

অন্যদিকে, শিশুটিকে পেয়ে খুশি তার পরিবার ৷ পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা ৷

Intro:পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর উদ্ধার হলো মেডিকেল কলেজ মাতৃমা থেকে চুরি হয়ে যাওয়া বাচ্চা, সেই বাচ্চাকে এদিন তার মা-বাবার হাতে তুলে দেয় স্থানীয় কোতোয়ালি পুলিশ, গতকাল ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে ,তার পাশাপাশি ধৃতের কঠোর শাস্তির দাবি জানালো বাবা-মা সহ পরিজনেরা l
Body:পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর উদ্ধার হলো মেডিকেল কলেজ মাতৃমা থেকে চুরি হয়ে যাওয়া বাচ্চা, সেই বাচ্চাকে এদিন তার মা-বাবার হাতে তুলে দেয় স্থানীয় কোতোয়ালি পুলিশ, গতকাল ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে ,তার পাশাপাশি ধৃতের কঠোর শাস্তির দাবি জানালো বাবা-মা সহ পরিজনেরা l


ঘটনা প্রসঙ্গ বলা যায় যে রবিবার বেলা 11:50 নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু দের জন্য গড়ে ওঠা মাতৃমা থেকে চুরি হয়ে যায় একটি সদ্যজাত শিশু l এই নিয়ে রবিবার হইচই পড়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l এই শিশুর বাবা-মা অভিযোগ করে কোতোয়ালি থানার পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে l এরপর সাংবাদিকরা এই নিয়ে খবর করলে এলাকায় শোরগোল পড়ে যায় l বিষয়টি নিয়ে গন্ডগোল এর পরিমাণ বাড়তে থাকায় অবশেষে একপ্রস্থ ঝামেলা লাগে শিশুর আত্মীয় পরিজনের সাথে নিরাপত্তারক্ষীদের l হাসপাতালের সিসিটিভি ও এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কি করে সদ্যোজাত শিশু চুরি হয়ে গেল সেই নিয়ে উঠেছিল প্রশ্ন l এই ঘটনায় নড়েচড়ে বসে স্থানীয় কোতোয়ালি পুলিশ প্রশাসন l এরপর পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর অবশেষে সন্ধ্যা নাগাদ শিশুটিকে মেদিনীপুর থেকে উদ্ধার করে কোতোয়ালি পুলিশ l এই শিশুটির সাথে একজন মহিলাকে আটক করা হয় l পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে রাতে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ l এরপর অনেক জল গড়ায় ,অতঃপর মঙ্গলবার শিশুটিকে সরকারিভাবে তার বাবা-মায়ের হাতে তুলে দিল কোতোয়ালি পুলিশ প্রশাসন l এর পাশাপাশি ধৃত সুলতানা বিবি কে সোমবার মেদিনীপুর কোর্টে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত l এই নিয়ে তদন্ত চালাচ্ছে মেদিনীপুরে কোতোয়ালি পুলিশ ,এর পেছনে আর কারা কারা রয়েছে l

উল্লেখ করা যায় গড়বেতার কাঞ্চন গিরির অভি খামরুই ও তার স্ত্রী সুমিত্রা কে শনিবার ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l ভর্তি করার পর শনিবার রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় সুমিত্রা খামরুই l এরপর সকাল হলে সেই শিশুটির দেখভালে থাকা শিশুটির ঠাকুমা বাচ্চাটিকে রেখে খেতে গেলে কেউ বা কারা শিশুটিকে তুলে নিয়ে চলে যায় l এই ঘটনা অভিযোগ হওয়ায় পুলিশ তদন্তে নামে l হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার করা হয় শিশুটিকে l এদিন শিশুটিকে কাছে পেয়ে স্বভাবতই খুশি শিশুটির বাবা-মা ও আত্মীয় পরিজনরা l তারা জানাল আমরা খুব খুশি সবার সহযোগিতা এবং পুলিশ তৎপরতায় পাশাপাশি আমরা ওই দোষী মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি l Conclusion:পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর উদ্ধার হলো মেডিকেল কলেজ মাতৃমা থেকে চুরি হয়ে যাওয়া বাচ্চা, সেই বাচ্চাকে এদিন তার মা-বাবার হাতে তুলে দেয় স্থানীয় কোতোয়ালি পুলিশ, গতকাল ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে ,তার পাশাপাশি ধৃতের কঠোর শাস্তির দাবি জানালো বাবা-মা সহ পরিজনেরা l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.