ETV Bharat / state

Mamata on MGNREGA Money : মনরেগার টাকা পেতে রাজ্য বিজেপি নেতাদের ঘেরাও এর পরামর্শ মমতার

author img

By

Published : May 18, 2022, 3:52 PM IST

Updated : May 18, 2022, 6:11 PM IST

কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে এবার রাজ্য বিজেপিকে বাগে আনার চেষ্টা মমতার ৷ মেদিনীপুরের সভায় বিজেপির নেতাদের ঘেরাও করে একশো দিনের টাকা চাইতে পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো (Mamatas Suggestion to Asks State BJP Leaders for MNREGA Money) ৷

Mamatas Suggestion to Asks State BJP Leaders for MNREGA Money
Mamatas Suggestion to Asks State BJP Leaders for MNREGA Money

মেদিনীপুর, 18 মে : ব্লকে ব্লকে বিজেপি নেতাদের ঘেরাও করে একশো দিনের কাজের টাকা চাওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamatas Suggestion to Asks State BJP Leaders for MNREGA Money) ৷ মেদিনীপুরে তৃণমূলের কর্মিসভায় এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা ৷ সেই সঙ্গে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে মানুষের পকেট কেটে কাটমানি খাওয়ার অভিযোগ করলেন তিনি ৷ অভিযোগ করলেন, পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে কেন্দ্র ৷ আর তা নিয়ে প্রতিবাদ করলেই বিজেপি হিন্দু-মুসলিমের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো ৷

একাধিক জেলা থেকে একশো দিনের টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি কোনও কোনও জায়গায় একশো দিনের কাজের দৈনিক মজুরি মাত্র 30-50 টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকে মুখ্য়মন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছিল ৷ তখনও এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মনরেগা প্রকল্প নিয়ে রাজ্যের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণের অভিযোগ করেছিলেন তিনি ৷ এ দিন কর্মিসভায় এই ইস্যুকে রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে ব্যবহার করলেন তিনি ৷

দলীয় কর্মী এবং একশো দিনের কাজের শ্রমিকদের তাঁর পরামর্শ, ‘‘বিজেপি নেতারা এলাকায় ঢুকলেই ঘেরাও করুন ৷ তাঁদের কাছে একশো দিনের কাজের টাকা চান ৷’’ অভিযোগ করলেন, ‘‘5 মাস ধরে কেন্দ্রের তরফে মানরেগার টাকা পাঠানো হচ্ছে না ৷ মানুষ সংসার চালাতে পারছেন না ৷ এই অবস্থায় আমাদের সরকার চেষ্টা করছে তাঁদের পাশে থাকার ৷’’ মমতা অভিযোগ করেছেন, যে কোনও সরকারি প্রকল্পের কাজের টাকা 15 দিনের মধ্যে পাঠানোর কথা ৷ কিন্তু, 15 দিন পেরিয়ে গেলেও সেই টাকা দেওয়া হচ্ছে না ৷

একশো দিনের কাজের টাকা চাওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : Mamata Banerjee : ‘আমি নই, আমরা’, তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের বার্তা মমতার

তবে, বিজেপি নেতাদের ঘেরাও করতে গিয়ে যাতে আইনশৃঙ্খলা লঙ্ঘিত না হয়, সেই দিকেও নজর রাখার কথা বলেছেন মমতা ৷ শান্তিপূর্ণভাবে ঘেরাও এর মাধ্যমে প্রাপ্য টাকা চাওয়ার পরামর্শ তাঁর ৷

এদিন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া সম্পর্কে বিজেপির সরকারকে নিশানা করেন মমতা ৷ কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে মানুষের পকেট থেকে কাটমানি খাওয়ার অভিযোগ করেন তিনি ৷ জিএসটি তুলে নিয়ে গেলেও, রাজ্যকে তার প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্র ৷ বাংলার 92 হাজার কোটি টাকার বকেয়ার প্রসঙ্গও এ ক্ষেত্রে টেনে আনেন মমতা ৷

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো ৷ আর সেই সুযোগে সাধারণ মানুষের পকেট কাটছে মোদি সরকার ৷ তবে, এখানেই থামেননি মমতা ৷ তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধি এবং মানুষের দুর্দশা নিয়ে প্রশ্ন করা হলে হিন্দু-মুসলিমের রাজনীতি করে কেন্দ্রের শাসকদল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতার এই মন্তব্যের আড়ালে ছিল উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ ইস্যু ৷ যা বর্তমানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে ৷

Last Updated : May 18, 2022, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.