ETV Bharat / state

Laxmi Puja 2022: 42 বছর ধরে পুরনো লক্ষ্মী মন্দিরের আরাধনা সিংহ পরিবারের

author img

By

Published : Oct 9, 2022, 11:05 PM IST

Medinipur Singha Barir Lakshmi Puja
মেদিনীপুরের সিংহ বাড়ির লক্ষ্মীপুজো

মেদিনীপুর শহরের একমাত্র পুরনো লক্ষ্মী মন্দির হিসেবে প্রতিষ্ঠিত সিংহ বাড়ির পুজো । লক্ষ্মীপুজো হয় পুরনো রীতি নীতি মেনে । তবে ঐতিহ্যের সেই কবিগান, যাত্রাপালা আজ আর নেই । এই পুজোর বিশেষত্ব হল মা লক্ষ্মীর দু'পাশে সর্বদাই বিরাজ করেন দুই সহচরী (Lakshmi Puja at Medinipur Singha Bari) ।

মেদিনীপুর, 9 অক্টোবর: 42 বছর ধরে বংশ পরম্পরায় লক্ষ্মী আরাধনা করছে সিংহ পরিবার । শহরের একমাত্র লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠা করে পুরনো ঐতিহ্যকে ধরেই এই লক্ষ্মীপুজো চালিয়ে যাচ্ছেন বর্তমান শরিকরা । তবে এই লক্ষ্মীপুজোর বিশেষত্ব হল মা লক্ষ্মীর দু'পাশে সর্বদাই বিরাজ করেন দুই সহচরী (Lakshmi Puja at Medinipur Singha Bari) ।

মদন মোহন সিংহ ব্যবসার খাতিরে তিনি ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে ছুটে আসেন এবং মেদিনীপুরে এসেই ব্যবসা করার সুবাদে তিনি প্রতিষ্ঠা করে ফেলেন শহর ও জেলার প্রথম লক্ষ্মী মন্দির । 1981 সালে সেই লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠা করা হয় মেদিনীপুর শহরের কর্ণের গোলাতে । এই লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠার পর প্রতিবছরই বিরাট জাঁকজমকভাবে কবিগান, নাটক, যাত্রাপালা ও বিরাট আতসবাজির মধ্য দিয়ে এই লক্ষ্মীপুজো ঘটা করে পালন করত এই সিংহ পরিবার । কিন্তু কালের গর্ভে এক এক করে বিলীন হয়েছে সেই জাঁকজমকতা। আজও লক্ষ্মীপুজো হয় পুরনো রীতিনীতি মেনে। তবে ঐতিহ্যের সেই কবিগান, যাত্রাপালা আজ আর নেই ।

আরও পড়ুন: ধনদেবীর আরাধনায় 'লক্ষ্মীছাড়া' বাজার, দামের আগুনে হাত পুড়ছে আম-আদমির

পরবর্তী বংশধরেরা আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ যার ফলে সিংহ পরিবারের সেই জাঁকজমকতায় বিলোপ ঘটেছে । অন্যদিকে, দু'বছর করোনা মহামারী কাটিয়ে এই লক্ষ্মীপুজোতে ব্যস্ত এখন সিংহ পরিবার। এই পুজোর সময় রাজ্য এবং দেশ-বিদেশের ছড়িয়ে থাকার শরিকেরা ছুটে আসেন পুজোয় অংশগ্রহণ করার জন্য । মোট তিনদিন ধরে এই চলে পুজো পর্ব । আর এই তিনদিন ধরে পুজোতে মেতে ওঠেন পরিবারের সকল সদস্য । একসঙ্গে আলপনা আঁকা থেকে মা লক্ষ্মীকে সাজানো সবই চলে হাতে হাত লাগিয়ে । তবে এই প্রতিমার বিসর্জন হয় না । প্রতিবছরই মাকে রং করে সাজিয়ে তোলা হয় । পরিশেষে সবাই শরিকরা একসঙ্গে বসে একদিন ভোজন পর্ব সারেন এবং খোঁজ খবর নেন নিজেদের । তবে এই লক্ষ্মী পুজোর বিশেষত্ব হল লক্ষ্মী প্রতিমার দু'পাশে দুই সহচরি সব সময় বিরাজমান থাকেন ।

মেদিনীপুরের সিংহ বাড়ির লক্ষ্মীপুজো

পরিবারের সদস্য মৌমিতা সিংহ বলেন, "মেদিনীপুর শহরের একমাত্র পুরনো লক্ষ্মী মন্দির হিসেবে প্রতিষ্ঠিত এই সিংহ বাড়ির পুজো । যা বংশ-পরম্পরায় হয়ে আসছে । তবে আগের মত যাত্রাপালা বা কবিগান আর হয় না কিন্তু পুরনো ঐতিহ্যও ধরে রাখার জন্য সেই পুজো চালিয়ে যাচ্ছি । আমরা এই পুজো উপলক্ষে যে যেখানেই থাকি দৌড়ে আসি এই পুরনো বাড়িতে এবং তিনদিন ধরে চলে আমাদের অনুষ্ঠান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.