ETV Bharat / state

IIT Kharagpur Student Death: ম্যাটার ইজ ক্লোজড, খড়গপুরে আইআইটির ছাত্রমৃত্যুতে জানাল পরিবার

author img

By

Published : Jun 23, 2023, 9:04 PM IST

Etv Bharat
খড়গপুর আইআইটি

খড়গপুর আইআইটির ছাত্রমৃত্যুর বিতর্কে ইতি টানল মৃত ছাত্রের পরিবার ৷ ছাত্রটির আগে থেকেই নাকি হার্টের সমস্যা ছিল ৷ সেই থেকেই এই মৃত্যু বলে জানা গিয়েছে ৷

খড়গপুর, 23 জুন: খড়গপুর আইআইটিতে বৃহস্পতিবার তামিলনাড়ুর বাসিন্দা এক ইন্টার্ন করতে আসা ছাত্রের মৃত্যুতে বিতর্ক তৈরি হয় ৷ খবর পেয়ে খড়গপুরে এসে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা ৷ তারপর শুক্রবার দেহের ময়নাতদন্তের পর বাইরে এসে মৃত ছাত্রের বাবা ও ভাই বলেন,"ম্যাটার ইজ ক্লোজড" ৷

তামিলনাড়ু থেকে ইন্টার্নশিপ করতে আসা মৃত ছাত্রের নাম সুরিয়া দীপন (22) ৷ বাবার নাম সুন্দর । এই ইন্টার্নশিপ কোর্সের মোট মেয়াদ ছিল 89 দিনের । যার মধ্যে মাত্র 22 দিন ক্লাস করেছেন সুরিয়া। গত বুধবার খড়গপুর আইআইটির আরকে হলের 308 নম্বর রুমে থাকা অবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তাঁর । এই সময় স্থানীয় পিন্টু সাহা দেখতে পেয়ে বিসি হাসপাতালে বিষয়টি জানায় । এরপর হাসপাতালের কর্মী ও ডাক্তাররা এসে তৎক্ষণাৎ ইসিজি করে দেখেন তাঁর মৃত্যু হয়েছে ।

এই ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটিতে । কারণ আইআইটিতে দেশ-বিদেশ-সহ ভিন্ন রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী ও গবেষক পড়াশোনা করেন এখানে । রেসিডেন্সিয়াল হিসেবেও অনেকেই থাকেন । এখানের হস্টেলে পড়াশোনা করে বহু পড়ুয়া ও গবেষক । এখানে পাঠরত অসমের ছাত্র ফাইজানের রহস্যমৃত্যুর তদন্ত এখনও চলছে ৷ আর তার কয়েকমাসের মধ্যে ফের এক ইন্টার্ন পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

যদিও এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে । খবর পেয়ে মৃতের পরিবার থেকে মৃতের দাদা ও বাবা উপস্থিত হন মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে । সেখানে পৌঁছে ছাত্রের দেহ শনাক্ত করেন ৷ শুরু হয় ময়নাতদন্ত ৷ যদিও মৃত ছেলেকে দেখে এসে তাঁর বাবা এবং ভাই সংবাদমাধ্যমের সামনে কোনও কিছু বলতে রাজি হননি । শুধু একটাই কথা তাঁরা জানান তা হল ম্যাটার ইজ ক্লোজড । আর তাতেই ছাত্র-মৃত্যুর অস্বাভাবিক তত্ত্বের বিতর্ক এড়িয়েছে খড়গপুর আইআইটি ।

সূত্রের খবর, পরিবারের লোকজন আগেই জানত ছাত্রটির হার্টের সমস্যা রয়েছে । তাঁর শরীরে নাকি এনজিওপ্লাস্টি করে স্টেইন বসানো ছিল । মৃত ছাত্রের পরিবার চাইছিল না পোস্টমর্টেম করা হোক ৷ কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি । তাই পরিবারের উপস্থিতিতেই পোস্টমর্টেম হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে ।

আরও পড়ুন : আইআইটি খড়গপুরে এবার প্রাণ গেল ভিনরাজ্যের গবেষকের! অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.