ETV Bharat / state

দাঁতনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ

author img

By

Published : Jun 6, 2021, 10:51 PM IST

headmaster is accused of stealing rice of midday meal
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিডডে মিলের চাল চুরির অভিযোগ দাঁতনে

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার একামলিপুর গ্রামে দৈবকীনন্দন পাল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠল রবিবার । জানা গিয়েছে, বিদ্যালয়ের মিড-ডে মিলের চাল স্কুলে না রেখে তাঁর বাড়িতে নিয়ে চলে এসেছেন প্রধান শিক্ষক ।

দাঁতন, 6 জুন : স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি দাঁতন থানা এলাকার একমলিপুর গ্রামের । এই ঘটনায় ওই শিক্ষকের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকসহ ছাত্রছাত্রীরা । পরে পুলিশ গিয়ে আটক করে ওই শিক্ষককে ।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার একামলিপুর গ্রামে দৈবকীনন্দন পাল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড-ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠল রবিবার । জানা গিয়েছে, বিদ্যালয়ের মিড-ডে মিলের চাল স্কুলে না রেখে তাঁর বাড়িতে নিয়ে চলে এসেছেন প্রধান শিক্ষক । এই খবর জানতে পেরে ওই স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে চাল চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ।

পঞ্চায়েত সদস্য এলেও বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাঁতন থানার পুলিশ । দৈবকীনন্দন পাল নামে ওই প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ । চাপের মুখে তিনি বলেন, ‘‘এই চাল বাড়িতে মজুত করা তাঁর ভুল হয়েছে ।’’ যদিও জয়েন্ট বিডিও জানান, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

উল্লেখ্য অতিমারি পরিস্থিতিতে এখন বন্ধ রয়েছে স্কুল-কলেজ । বিশেষ বিশেষ ক্ষেত্রে অনলাইনে ক্লাস করানো হচ্ছে । এরই মধ্যে বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের চাল-ডাল দেওয়া হচ্ছে মাসের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে । তবে এই পরিস্থিতিতে চাল চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দাঁতনের একমলিপুর । পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুললেন কৈলাস

যদিও ওই শিক্ষক স্বীকার করে নিয়েছেন এই চাল মজুত রাখা সঠিক হয়নি । তবে প্রশ্ন উঠছে, কেন তিনি এই চাল মজুত করতে গেলেন নিজের বাড়িতে । তাছাড়া এই চাল কেন সঠিক সময়ে দিয়ে দেওয়া হল না নির্দিষ্ট স্কুলের বাচ্চাদের মধ্যে । সে নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.