ETV Bharat / state

জোড়া অপারেশনে আশঙ্কাজনক মেয়ে, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মন্ত্রীর দ্বারস্থ পরিবার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 9:19 PM IST

Etv Bharat
মন্ত্রী কাছে মেয়ের চিকিৎসার গাফিলতির অভিযোগ মায়ের

Medical Negligence Complaint: চিকিৎসার গাফিলতিতে আশঙ্কাজনক মেয়ে ৷ অভিযোগ পরিবারের ৷ মন্ত্রীর কাছে সঠিক চিকিৎসার আবেদন মায়ের ৷

চিকিৎসার গাফিলতিতে আশঙ্কাজনক মেয়ে

পশ্চিম মেদিনীপুর, 10 ডিসেম্বর: মেয়ের ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর মা-সহ আত্মীয়রা ৷ অসুস্থ মেয়েকে সুস্থ করার দাবিতে মন্ত্রীর পায়ে ধরে কাতর আবেদন মায়ের। রবিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সুপার সঙ্গে কথা বলে সঠিক চিকিৎসার আশ্বাস মন্ত্রী বীরবাহা হাঁসদার ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহর কালগাং এলাকার বাসিন্দা রীনা রায়ের মেয়ে রিঙ্কু রায় অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল গত শুক্রবার । সেদিনই রাতে তড়িঘড়ি মেয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় বলে অভিযোগ মায়ের ৷ তিনি বলেন, "আমার মেয়েকে যখন হাসপাতালে ভর্তি করিয়েছিলাম তখন এত খারাপ অবস্থা ছিল না ৷ কোনওরকম পরীক্ষা না-করিয়েই চিকিৎসক জানান, অপারেশন করতে হবে ৷ এরপর শনিবার সকালে ফের মেয়ের অপারেশন হয় ৷ তখন চিকিৎসক বলেন, রক্ত বন্ধ হচ্ছে না ৷ মেয়ের অবস্থা আশঙ্কাজনক ৷"

রীনার আত্মীয় প্রতিমা প্রামাণিক অভিযোগ করে বলেন, "রাতে আমাদের মেয়েকে অপারেশনের পর বেডে দেওয়া হয় ৷ সকালে চিকিৎসক জানতে চান, তার কোনও কষ্ট হচ্ছে কি না ৷ রিঙ্কু জানিয়েছিল, পায়ে যন্ত্রণা ছাড়া আর কোনও কষ্ট হচ্ছে না ৷ কিন্তু চিকিৎসক জানান, রিঙ্কুর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আবার অপারেশন করতে হবে বলে অস্ত্রোপচার ঘরে নিয়ে যান ৷ এরপর আইসিইউতে রাখা হয় ৷ কিন্তু সারাদিন কোনও চিকিৎসক তাকে দেখেনি ৷ আজ ভোর চারটের সময় চিকিৎসক বলছে, মেয়ের শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে ৷ বাঁচবে না আমাদের মেয়ে ৷"

অন্যদিকে জঙ্গলমহল ঝাড়গ্রামের লালগড়ের ধরমপুরের হরিনা গ্রামে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত হয় একই পরিবারের চারজন। তাঁদের মধ্যে একজন মারা গিয়েছেন ৷ গুরুতর আহত তিনজনকে দেখতে মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রীকে কাছে পেয়ে মেয়েকে বাঁচানোর আর্তি মায়ের ৷ এই ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলবেন, যাতে রিঙ্কুর চিকিৎসা ভালোভাবে হয়। যদিও ইতিমধ্যেই হাসপাতালের আউটপোস্টে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর বাড়ির লোকজন।

আরও পড়ুন

1. প্রাক্তন প্রেমিককে অপহরণ, থানায় গিয়ে তাঁর বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ প্রেমিকার! গ্রেফতার বর্তমান সঙ্গী

2. ‘বোবা-কালা সরকারের’ বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ বিমানের

3. নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা, 19 ডিসেম্বর থেকে চারদিনের ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.