ETV Bharat / state

ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম

author img

By

Published : May 26, 2021, 6:43 PM IST

ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম
ঝড় শেষের পর মনে হল, এ যাত্রায় বেঁচে গেলাম

ঘূর্ণিঝড় যশ ৷ বুধবার সকালে আছড়ে পড়ল ওড়িশার বালেশ্বরের কাছে ৷ যার প্রভাব এসে পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ৷ কেমন ছিল আজ সকালের অভিজ্ঞতা, জানালেন সায়ন মাইতি ৷ পেশায় শিক্ষক সায়নবাবু থাকেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৷

এবারের ভয়ঙ্কর ঝড়ের নাম যশ । তবে এই নামের সঙ্গে আমি পরিচিত না হলেও বিগত দিনে বিভিন্ন ভয়ঙ্কর সুপার সাইক্লোনের সঙ্গে পরিচিত । বিশেষ করে আমি যেহেতু জঙ্গলমহলে বসবাস করি এবং দুই মেদিনীপুরের মধ্যবর্তী দাঁতনের বাসিন্দা, তাই ঝড়ের সঙ্গে পূর্ব পরিচিতি রয়েছে আমার । প্রতিবছরের মতো এবছরও ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস কয়েকদিন আগেই দিয়েছিলেন আবহবিদরা । তবে তা এতটা ভয়ঙ্কর হবে ভাবিনি । যদিও পূর্বাভাস মেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার চেষ্টা করেছিলাম এবারও ৷

প্রশাসনের তৎপরতায় একদিন আগেই অনেককে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিশেষ করে যাঁরা মাটির বাড়িতে থাকেন কিংবা নদীর ধারে থাকেন, তাঁদের আগে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু আমি ত্রাণ শিবিরে যাইনি ৷ কারণ, আমি পাকা বাড়িতে থাকি ৷ তাই তুলনামূলক নিজেকে সুরক্ষিতই মনে হয়েছিল ৷

মঙ্গলবার রাত থেকেই হঠাৎ ঝড়ের গতিবেগ বাড়তে শুরু করে । গোটা রাত ধরে কখনও বেশি বা কখনও কম ছিল ঝড়ের গতিবেগ । বাড়ির পাশের কাঁঠাল গাছ এবং আম গাছ এমন শব্দ করে দুলছিল যে মনে হচ্ছিল রাতেই বোধহয় ভেঙে পড়বে ৷ তবে ঘরের পাশের পেয়ারা গাছের ডাল আগে ভেঙে পড়ে ৷ পেঁপে গাছটা তো হাওয়া পাওয়া মাত্রই উল্টে গেল । আমাদের রান্না ঘরের টিনের চালটাও মনে হচ্ছিল উড়ে যাবে ৷ গোটা রাত ধরে চলে এই তাণ্ডব । মাঝে আবার বৃষ্টিও হয় ।

অবশেষে সকাল হয় ৷ সকাল থেকেই ঝড় আর সঙ্গে বৃষ্টি ৷ সময় যত এগোতে থাকে, তত ঝড়ের গতিবেগ বেড়ে যায় ৷ ইতিমধ্যে বৃষ্টির পরিমাণও বেড়েছে । আশেপাশের বাড়ি-ঘরের দরজা সব বন্ধ এবং মাঝে মাঝেই জলের ঝাপটায় সেই দরজা এবং টিনের আওয়াজে এক অদ্ভুত শব্দ তৈরি হচ্ছিল ৷ যা এখনও কানে বাজছে । ঝড় শুরু হতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ তাই ঝড়ের খবর জানতে তখন মোবাইলই ছিল ভরসা ৷

বালেশ্বরে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পরের দু’ঘণ্টা ভয়াবহ কেটেছে ৷ বাড়ির পাশের আমগাছের ডাল ভেঙে পড়ল ৷ রান্না ঘরের টিনের চাল উড়ে পাশের বাড়িতে পড়েছে । পাশের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ অন্য একটি বাড়িতে গোয়ালঘর ভেঙে পড়েছে ৷ গবাদিপশুগুলি যে যেদিকে পেরেছে দৌড় দিয়েছে ৷

আরও পড়ুন : উড়ল বাড়ির চাল, ভাঙল গাছ ; দিনভর ওডিশায় যশের তাণ্ডব

এখনো বৃষ্টি অবিরত হয়ে চলছে । আমাদের কুয়োপাড় গাছপালা ভেঙে ভর্তি হয়ে রয়েছে । পিচের রাস্তায় গাছের ডালপালা ভর্তি হয়ে পড়ে রয়েছে ৷ মনে হল এই যাত্রায় বেঁচে গেলাম বাংলায় থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.