ETV Bharat / state

Dilip Ghosh: 'দিদির দূতেরা ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন'! নিদান দিলীপের

author img

By

Published : Jan 8, 2023, 10:16 PM IST

দিদির দূত নিয়ে আবার কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh Slams TMC) । শুধু কটাক্ষ নয় নতুন কর্মসূচি দিদির দূত প্রসঙ্গে তিনি (Dilip Ghosh) এবার বললেন, দূতরা এলাকায় ঢুকে ভোট চাইতে এলেই তাদের নারকেল গাছে বেঁধে রাখুন! রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাশান এলাকায় দলীয় এক বৈঠকে যোগ দিতে এসে এমনটাই বললেন তিনি ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ

দিদির দূতেরা ভোট চাইতে এলে গাছে বাঁধুন, বললেন দিলীপ ঘোষ

নারায়ণগড়, 8 জানুয়ারি: আবারও নিদান দিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাশান এলাকায় দলীয় এক বৈঠকে যোগ দিতে এসে তিনি বলেন, দিদির দূতেরা ভোট চাইতে এলে তাদের নারকেল গাছে বেঁধে রাখুন।

প্রসঙ্গক্রমে বলা যায়, এদিন নারায়ণগড় থানার কুশবাসন এলাকায় দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দিদির দূত নিয়ে কটাক্ষ করেন। তিনি কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "দিদির কর্মীরা যারা পঞ্চায়েত ভোটে দিদির দূত হিসেবে এলাকায় ভোট চাইতে আসবে তাদের প্রশ্ন করবেন কেন আমাদের এলাকা উন্নয়ন হয়নি, কেন উন্নতি ঘটেনি রাস্তা-ঘাটের। তাদের প্রশ্ন করবেন যখন পুরো দেশজুড়ে সবার পাকা বাড়ি হয়ে গেল তখন কেন আমাদের এখনও কাঁচা বাড়ি। যদি তারা ভোট চাইতে আসে তাদের দরকার হলে নারকেল গাছে বেঁধে রাখুন।"

তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে তিনি বলেন, "তৃণমূল নেতাদের সম্পত্তি এখন অনেক বেড়ে গিয়েছে। তারা কাঁচা মাটির পরিবর্তে পাকা বাড়িতে বসবাস করছে ৷ শুধু তাই নয়, বিলাসবহুল বাড়িও রয়েছে তাদের।" তিনি ভোট প্রসঙ্গে বলেন, "ভোট দিতে হলে আপনারা মোদিকে দেবেন। যে বন্দে ভারতের মতো সফলগামী ট্রেন চালাবে, দেশ জুড়ে যে দেশের উন্নতি করবে তাকে ভোট দেবেন। আপনারা যাকে পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছেন তাদের নেতা থেকে মন্ত্রী, বিধায়ক সকলেই চোর।" যদিও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি বিজেপি ইতিমধ্যে মাঠে ময়দানে নেমে পড়েছে এবং তারা নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে চাইছে।

আরও পড়ুন: আসছে দিদির দূত, তোলা মূলের ভূত ! নন্দীগ্রামে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

উল্লেখ্য, দিলীপ ঘোষের আগে শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) দিদির দূত'কে নিশানা করেছেন। শনিবার নন্দীগ্রামে (Nandigram) তিনি জমি রক্ষার আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানানোর পর বক্তব্য রাখতে গিয়ে দিদির দূত'কে 'তোলা মূলের ভূত' বলে কটাক্ষ করেন ৷ প্রসঙ্গত, গতকাল সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে বেরনোর পর 'দিদির দূত' নিয়ে মন্তব্য করেছিলেন দিলীপ। তাঁর কথায়, দিল্লির দূত এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ব্যাংক, বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে। রাজ্যবাসী শীতে কাঁপছে। তৃণমূল নেতারা সিবিআইয়ের ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষা কবচ তৃণমূল নেতাদেরই লাগবে। পাশাপাশি তৃণমূলের এই কর্মসূচির পালটা হিসাবে 'দিল্লির দূত'দের কথাও বলেন তিনি। 'দিল্লির দূত' হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.