ETV Bharat / state

Demonstration at police station: চোরের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ এলাকাবাসীর

author img

By

Published : Jan 5, 2023, 10:47 PM IST

চরি করতে এসে গৃহকর্তার হাতে ধরা পড়ে গিয়েছিল চোর ৷ পুলিশ এসে বমাল-সহ চোরকে গ্রেফতার করলেও, পরেরদিন চোরকে ছেড়ে দেয় (Paschim Medinipur incident )৷ চুরি হওয়া জিনিসপত্র ফেরত এবং চোরেদের কঠোর শাস্তির দাবিতে এই বিক্ষোভ থানার সামনে ৷

Demonstration at police station
চন্দ্রকোনা থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

চন্দ্রকোনা, 5 ই জানুয়ারি: চোরের শাস্তির দাবিতে চন্দ্রকোনা থানার সামনে বিক্ষোভ গৃহকর্তা ও এলাকবাসীর (Demonstration at police station demanding punishment for thieves)৷ হাতে নাতে ধরা পড়া চোর কিভাবে পরের দিনেই ছাড়া পেয়ে যায় ? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার রীতিমতো প্ল্যাকার্ড হাতে থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভে । চুরি হওয়া জিনিসপত্র ফেরত এবং চোরেদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ।

আরও পড়ুন : 'জ্যোতিপ্রিয় চাল চোর' কড়া কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপনের

জানা গিয়েছে, বিক্ষোভকারীরা চন্দ্রকোনা পৌরসভার 1নং ওয়ার্ড গোলকধামপুর গ্রামের বাসিন্দা । এই গ্রামের বাসিন্দা নিমাই সাঁতরার ফাঁকা বাড়ি থেকে গত 2 জানুয়ারি রাতে চুরির ঘটনা ঘটে । ওইদিন বাড়ি পরিবারের কোনও সমস্যা না থাকায় দরজা ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে । যদিও স্থানীয়দের তৎপরতায় একজন চোরকে হাতেনাতে বাড়ির ভিতর ধরে ফেলা হয় ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ উপস্থিত হয়ে চোরকে উদ্ধার করে । ঘটনায় এই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৷ সেই মতো ধৃতকে চোরকে আদালতে পেশ করা হলে, সে জামিন পেয়ে যায় । আর এই খবর পেয়েই ক্ষুব্ধ চুরি যাওয়া বাড়ির মালিক থেকে পড়শিরা ।

আরও পড়ুন : চুরি করতে এসে নোটের বান্ডিলকে চুমু খেল চোর, সঙ্গে করল প্রণামও; দেখুন ভিডিয়ো

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ চন্দ্রকোনা থানার গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন চুরি হওয়া বাড়ির মালিক ও স্থানীয় মানুষজন । ক্ষুদ্ধ জনতাকে শান্ত করতে চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক কথা বলেন তাঁদের সঙ্গে । চুরি হওয়া বাড়ির মালিক নিমাই সাঁতরা জানান, পুলিশ তাদের জানিয়েছে লিখিত অভিযোগের ক্ষেত্রে তারিখ ও সময়ের ভুল উল্লেখ করার জন্যই এই সমস্যা । পরিবারের লোকেদের আদালতে গিয়ে তা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি । পুলিশের সূত্রে খবর, পরিবারের তরফে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে সময় ও তারিখের ভুল উল্লেখের সমস্যা ৷ কী করতে হবে তা ইতিমধ্যেই বাড়ির মালিককে জানিয়ে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.