ETV Bharat / state

CM Mamata Banerjee Meeting: মেদিনীপুরে মমতার সভার প্রস্তুতি তুঙ্গে, মাধ্যমিকের আগে সফর ঘিরে উঠছে প্রশ্ন

author img

By

Published : Feb 11, 2023, 5:18 PM IST

Updated : Feb 11, 2023, 6:31 PM IST

16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে আসছেন জঙ্গলমহলে (CM Mamata Banerjee Meeting) ৷ সফরসূচিতে থাকছে প্রশাসনিক সভা থেকে উপভোক্তাদের আর্থিক অনুদান অনুষ্ঠান ৷ মাধ্যমিক পরীক্ষার আগে মমতার সফরকে ঘিরে উঠছে প্রশ্ন ৷

Mamata Meeting
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মাধ্যমিকের আগে সফরকে ঘিরে উঠছে প্রশ্ন

মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মাত্র সাতদিন আগে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । আগামী 16 ফেব্রুয়ারি তিনি মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে একটি প্রশাসনিক সভা করবেন ৷ সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন । আর মমতার এই সফরকে ঘিরে এখন জোর প্রস্তুতি চলছে জেলায় । দফায় দফায় বৈঠক সারছেন প্রশাসনের আধিকারিকরা । খতিয়ে দেখা হচ্ছে সভা মঞ্চ, বসার জায়গা ৷ জলের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে । তৃণমূলের মতে জেলার মানুষ চাইছেন, তাই মুখ্যমন্ত্রী আসছেন জেলা সফরে ।

জেলা সফরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি: প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি জেলা সফর করবেন । আর সেই হিসেবে তিনি জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এবং সঙ্গে পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন আগামী 16-17 তারিখে । তৃণমূল সূত্রের খবর, 15 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে প্রবেশ করবেন ৷ এরপর তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন ৷ পরের দিন 16 ফেব্রুয়ারি মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক সভা করবেন । সেখানে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা উপভোক্তাদের হাতে তুলি দেওযার পাশাপাশি নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করবেন । এরই সঙ্গে তিনি হাল-হকিকত খতিয়ে দেখবেন জেলার ।

প্রশাসনিক সভাকে ঘিরে প্রস্তুতি: যদিও মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভার সময়সীমা 45 মিনিট রাখা হয়েছে বলে খবর । এরপরই তিনি হেলিকপ্টারে করে উড়ে যাবেন পুরুলিয়ার উদ্দেশ্যে । সেখানেও তিনি প্রশাসনিক সভা করবেন । তবে মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জেলায় তৃণমূল এবং প্রশাসনের মধ্যে সাজ-সাজ রব । কোথায় হেলিপ্যাড হবে, কোথায় সভা হবে, কোথায় ডি জোন হবে এবং কোথায় কোথায় উপভোক্তারা বসবেন, তার প্রস্তুতি চলছে । বিশেষ করে এই গরমের মধ্যে যাতে কোন মানুষই তৃষ্ণার্ত হয়ে কষ্ট উপভোগ না-করে, তার জন্য জলের ব্যবস্থাপনা বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে ।

Mamata Banerjee Meeting
মেদিনীপুরে মমতার সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে

সভার সাতদিন পরে মাধ্যমিক পরীক্ষা: মমতার সভার সাত দিনের মাথায় রয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতিও ইতিমধ্যেই জোর কদমে চলছে স্কুলগুলিতে । লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই জেলা থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা দেবে । আর তারই মধ্যে সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে বেশ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে এই মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মুখ্যমন্ত্রী সফর কেন ? যদিও রাজনৈতিক মহলের মতে, এই সফর পঞ্চায়েত ভোটের আগে বিশেষ গুরুত্বপূর্ণ । কারণ আর কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে ৷

Mamata Banerjee Meeting
16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মেদিনীপুরে

সভা নিয়ে তৃণমূলের বক্তব্য: এ দিন মাঠ পরিদর্শন এবং বৈঠকে আসা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি বলেন, "মাধ্যমিক পরীক্ষার ওপর মুখ্যমন্ত্রী সফরের কোন প্রভাব পড়বে না । কারণ নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী সফর করছেন । তাতে কোন সমস্যা হবে না ৷ মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক সভা করতে আসছেন নির্দিষ্ট মাঠের ভেতরে । তাই আমরা সবদিক থেকে প্রস্তুত ৷ এখানকার মানুষ চাইছে তাই মুখ্যমন্ত্রী আসছেন । এই সভা থেকে উপভোক্তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন সরকারি প্রকল্পের ।"

আরও পড়ুন: বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশৃঙ্খলা, মঞ্চে দলীয় নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

Last Updated : Feb 11, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.