ETV Bharat / state

Bharati Slams Abhishek: চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার অভিষেক কে? তীব্র কটাক্ষ ভারতীর

author img

By

Published : Jul 31, 2022, 3:50 PM IST

BJP leader Bharati Ghosh slams TMC MP Abhishek Banerjee on Bengal SSC scam issue
BJP leader Bharati Ghosh

চাকরি প্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(TMC MP Abhishek Banerjee)বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করলেন ভারতী ঘোষ(BJP leader Bharati Ghosh) ৷ চাকরীপ্রার্থীদের সঙ্গে অভিষেকের আলোচনাকে কোনওভাবেই মান্যতা দিতে রাজি নন ভারতী ৷ বরং তাঁর মতে, এই আলোচনা শিক্ষা দফতরের লোকজনের সঙ্গে হতে পারে কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয় । কারণ অভিষেক একটি সংগঠনের পদে রয়েছেন, সরকারে নয় ।

মেদিনীপুর, 31 জুলাই: চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । আর এই নিয়েই সমালোচনার ঝড় ওঠে বিরোধী শিবিরের পক্ষ থেকে ৷ অনেকে নেতা-নেত্রীই প্রশ্ন তুলেছেন অভিষেকের এক্তিয়ার নিয়ে ৷ এবার বিজেপি নেত্রী ভারতী ঘোষ(BJP leader Bharati Ghosh)অভিষেকের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করলেন(Bengal SSC scam issue) ৷

তিনি রবিবার বলেন, "দীর্ঘদিন আমরণ অনশনে বসে থাকা এসএসসি প্রার্থীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হতেই পারে ৷ তবে তা হবে সম্পূর্ণ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে । এই আলোচনা কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হতে পারে না । কারণ অভিষেক নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তিনি একটি সাংগঠনিক পদে রয়েছেন । তিনি সরকারে অংশ নন ।"

অভিষেককে কটাক্ষ ভারতী ঘোষের

পাশাপাশি কোটি কোটি টাকা উদ্ধার হওয়া নিয়ে তিনি বলেন, "এখানে মেধার ভিত্তিতে চাকরি হয়নি, বরং টাকা দিয়ে চাকরি হয়েছে । তাই যাঁদের মেধা ও বিদ্যা রয়েছে তাঁরাই বঞ্চিত হয়েছে । এখন সরকারের উচিত প্রথমত, যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া ৷ দ্বিতীয়ত, শিক্ষা দফতরের আধিকারিকদের এইসব চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসা ।"

আরও পড়ুন: চাকরি প্রার্থীদের বৈঠক নিয়ে অভিষেককে কটাক্ষ সৌমিত্রর

প্রসঙ্গত, এদিন একটি পুরনো মামলায় হাজিরা দিতে মেদিনীপুর কোর্টে উপস্থিত হন ভারতী। আদালতে হাজিরা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.