ETV Bharat / state

BJPs Letter Poll Campaign : অভিনব প্রচার, মনের কথা জানাতে বাড়ি বাড়ি চিঠি বিজেপি প্রার্থীর

author img

By

Published : Feb 22, 2022, 8:24 PM IST

bjp-candidate-of-medinipur-sending-letter-to-voters-for-civic-poll-campaign
BJPs Letter Poll Campaign : মেদিনীপুরে মনের কথা জানাতে বাড়ি বাড়ি চিঠি বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের

আগামী 27 ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভার ভোট (Bengal Civic Polls 2022) ৷ প্রচারে নিজের কথা জানাতে ভোটারদের চিঠি দিচ্ছেন 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (BJP Candidate of Medinipur sending Letter to voters for Civic Poll Campaign) ৷

মেদিনীপুর, 22 ফেব্রুয়ারি : বাড়ি বাড়ি প্রচার, ফেস্টুন, ব্যানারের পর এবার ভোটারদের চিঠি লিখে প্রার্থীকে জেতানোর আবেদন করছে বিজেপি ৷ মেদিনীপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় প্রচারে এই কৌশল নিয়েছেন ৷ তিনি প্রত্যেক ভোটারের বাড়িতে এক পাতার চিঠি পাঠাচ্ছেন (BJP Candidate of Medinipur sending Letter to voters for Civic Poll Campaign) ৷

আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পৌরসভার ভোট (Bengal Civic Polls 2022) ৷ সেই তালিকায় রয়েছে মেদিনীপুরও ৷ ভোট ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার চলছে জোরকদমে ৷ সবপক্ষই নেমে পড়েছে জনসংযোগে ৷ ব্যানার-ফেস্টুনে ছেয়ে গিয়েছে শহর ৷ বাড়ি বাড়িও চলছে প্রচার৷ 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ও বাড়ি বাড়ি প্রচার করছেন ৷

bjp candidate of medinipur sending letter to voters for civic poll campaign
বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের চিঠি

তার পরও তিনি প্রত্যেক ভোটারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি ওই ওয়ার্ডের কোন কোন উন্নয়নমূলক কাজ করা হয়নি, সেই নিয়ে বিস্তারিত লিখছেন ৷ পাশাপাশি 6 নম্বরকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কী কী কাজ করতে চান, সেটাও জানাচ্ছেন চিঠিতে ৷ আর উল্লেখ করছেন, বিগত সময়ে বিজেপি কীভাবে এলাকার মানুষের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷

মেদিনীপুরে মনের কথা জানাতে বাড়ি বাড়ি চিঠি বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের

মঙ্গলবার এদিন ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় ওরফে বান্টি বলেন, ‘‘এলাকার পিসি, মাসিমা, দাদা, বউদিরা দেখেছেন এলাকার মানুষের পাশে আমরা কীভাবে থেকেছি । এলাকার শাসকদলের কাউন্সিলররা কোনোভাবেই সহযোগিতা করেননি । দীর্ঘদিন কাউন্সিলরহীন এলাকা থাকায় সেভাবে এলাকার উন্নয়ন হয়নি । তাই আমরা তাঁদেরকে চিঠি দিয়ে আবেদন করছি যে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে বিজেপি প্রার্থীকে জিতিয়ে মডেল ওয়ার্ড গড়তে সাহায্য করার জন্য ৷ মানুষের সঙ্গে পরিচিতি রয়েছে, তাই চিঠিতে তাঁরা আনন্দিত হবেন, এই ভাবনা থেকেই চিঠি লেখা ।’’

আরও পড়ুন : TMC Poster Controversy : মমতা ‘দুর্গা’, মোদি ‘অসুর’; ফ্লেক্স দিয়ে মেদিনীপুরে বিতর্কে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.