ETV Bharat / state

ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ কেশিয়াড়িতে

author img

By

Published : Mar 27, 2021, 4:54 PM IST

ভোট দেওয়া হয়নি তখনও । তবু বলা হল, তাঁদের ভোট দেওয়া হয়ে গেছে । এমনটাই অভিযোগ করলেন কেশিয়াড়ি বিধানসভার 4 নম্বর পচাখালী বুথের তৃণমূল কর্মী-সমর্থকরা ।

ভোট দিতে যাওয়ার আগেই জানতে পারলেন তাদের ভোট হয়ে গেছে
ভোট দিতে যাওয়ার আগেই জানতে পারলেন তাদের ভোট হয়ে গেছে

পশ্চিম মেদিনীপুর , 27 মার্চ : কেশিয়াড়ি বিধানসভার 4 নম্বর পচাখালী বুথে 9 জন তৃণমূল কর্মী-সমর্থক ভোট দিতে যাওয়ার আগেই তাঁদের বলা হল ভোট হয়ে গিয়েছে ।
শনিবার প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে । বেলা বাড়ার পর ভোট দিতে গিয়ে এই ধরনের অভিযোগ করলেন কিছু তৃণমূল কর্মী-সমর্থক ।

ভোট দিতে যাওয়ার আগেই জানতে পারলেন তাদের ভোট হয়ে গেছে

আরও পড়ুন : ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির 2 বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

স্থানীয় বাসিন্দা আগমনী শীট বলেন , "ভোট দিতে যাওয়ার পথে বলল, চাকরি করে যাঁরা তাঁদের যেমন আগেই ভোট হয়ে যায় তেমনি তোমাদেরও ভোট হয়ে গিয়েছে । এখন ভোট দিলে দু‘বার ভোট দেওয়া হয়ে যাবে ।" তিনি জানান , তাঁরা কেউ চাকরি করেনন না । চাষ করে সংসার চালান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.